অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে ঈদ-উল-আজহা উদযাপিত

অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে যথাযথ ভাবগাম্ভির্যের সঙ্গে ঈদ-উল-আজহা পালিত হলো। ২৫ মিলিয়ন লোকের দেশ অস্ট্রেলিয়ায় মুসলমানদের সংখ্যা প্রায় অর্ধ মিলিয়ন বা ৫০০ হাজার (পাঁচ লাখ)।গত ২১ ও ২২ আগস্ট কুরবানির ঈদ উদযাপন করেন এখানে বসবাসরত মুসলমানগণ।

Eid

Source: SBS Bangla

Eid
Source: SBS Bangla
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের গ্রান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ এর ঘোষণা অনুসারে ২১ আগস্ট পবিত্র ঈদ-উল-আজহা পালন করেছেন মুসলমানদের একটি অংশ। বাকিরা ঈদ উদযাপন করেছেন ২২ আগস্ট বুধবার। বেশিরভাগ বাংলাভাষী মুসলমান ২২ আগস্টেই ঈদ করেছেন।
Eid
Source: SBS Bangla
অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা এখন ২৫ মিলিয়ন। আর, সর্বশেষ আদমশুমারি রিপোর্ট অনুসারে এদেশে প্রায় অর্ধ মিলিয়ন অর্থাৎ ৫০০ হাজার (পাঁচ লাখ) মুসলমান বসবাস করেন। মঙ্গল ও বুধবার ঈদ হওয়াতে এ বছর ঈদের নামাজে উপস্থিতি কম ছিল বলে বলা হচ্ছে। এদেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় মসজিদে, খোলা ময়দানে, ইসলামিক সেন্টারগুলোতে এবং কমিউনিটি সেন্টারগুলোতে।
Eid
Source: SBS Bangla
যেভাবে বাংলাদেশে পশু কোরবানি করা হয় ঠিক সেভাবে অস্ট্রেলিয়ায় পশু কোরবানি করা যায় না। সরকারি বিধি-নিষেধ রয়েছে। তাই এদেশে কোরবানি করার জন্য মুসলমানরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করে থাকেন। তারা মুসলিম অ্যাসোসিয়েশন কিংবা গ্রোসারির মাধ্যমে কোরবানি করান। এছাড়া, এদেশে রেজিস্ট্রিকৃত বুচারি বা কসাইখানাতে গিয়ে কোরবানি করেন। কেউ কেউ ফার্ম হাউজে গিয়ে পশু কিনে সেখানেই অস্ট্রেলিয়ান নিয়ম মেনে কোরবানি করে থাকেন।
Eid
Source: SBS Bangla


Follow SBS Bangla on .
Eid
Source: SBS Bangla

Share
Published 23 August 2018 2:57pm
Updated 23 August 2018 2:59pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends