অস্ট্রেলিয়ার স্কিলড মাইগ্রেশন প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে একটি অনলাইন সেবা ব্যবহার করা হয়। এটি স্কিলসিলেক্ট ()। অস্ট্রেলিয়ার অর্থনৈতিক চাহিদার উপর ভিত্তি করে যেন স্কিলড মাইগ্রেশন প্রোগ্রাম পরিচালিত হয় সেটা নিশ্চিত করার জন্যই এটি ব্যবহার করা হয়।
স্কিলড মাইগ্রেশনের জন্য কারা আবেদন করতে পারবে, কখন আবেদন করতে পারবে এবং কতোজন আবেদন করতে পারবে, এসব বিষয় দেখা হয় স্কিলসিলেক্ট-এ। ফলে, ভিসা প্রক্রিয়াকরণে ক্ষেত্রে এখন সময় অনেক কম লাগে।
দক্ষ কর্মী ও ব্যবসায়ী হিসেবে যারা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে যেতে চান তাদের জন্য অনলাইনে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সার্ভিস হলো স্কিলসিলেক্ট।
স্কিলসিলেক্টে কেউ যদি বিস্তারিত তথ্য প্রদান করেন, তাহলে বিভিন্ন স্কিল ভিসার জন্য অস্ট্রেলিয়ান চাকুরিদাতাগণ, স্টেট কিংবা টেরিটোরি সরকারগুলো সেই ব্যক্তিকে নমিনেট করতে পারে কিংবা অস্ট্রেলিয়ান সরকার তাকে ভিসা আবেদনের জন্য আমন্ত্রণ জানাতে পারে।
নিম্নলিখিত ভিসাগুলো আবেদন করার ক্ষেত্রে অবশ্যই স্কিলসিলেক্ট ব্যবহার করতে হবে:
- .
এছাড়া, স্কিলসিলেক্ট ব্যবহার করে এমপ্লয়ার নমিনেশন স্কিম (সাবক্লাস ১৮৬) ভিসা এবং রিজিওনাল স্পন্সরড মাইগ্রেশন স্কিম (সাবক্লাস ১৮৭) ভিসা আবেদন করা যায়।