Feature

উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন Aussie NSUers Association (OzNSUers) তাদের সদস্যদের মধ্যে সংযোগ, সমর্থন এবং ঐক্যের ১৪ বছর পূর্তি উদযাপন করেছে।

NSU01 (18).jpg

নিউ সাউথ ওয়েলসের ওয়ারাগাম্বায় গত ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার সকালে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন Aussie NSUers Association (OzNSUers) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। Source: Supplied / Aussie NSUers Association (OzNSUers) / Muhammad Nayeem

২০১১ সালে এক ছোট্ট উদ্যোগ হিসেবে শুরু হওয়া Aussie NSUers Association (OzNSUers) সংগঠনটি আজ ১,৩০০ এরও বেশি NSUers প্রাক্তন শিক্ষার্থীর নেটওয়ার্কে পরিণত হয়েছে।

সংগঠনটির এই বর্ণিল যাত্রা স্মরণ করে বর্তমান সদস্যরা তাদের অগ্রজ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, যারা বিদেশে ব্যস্ত জীবনের মধ্যেও এই অসাধারণ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছিলেন।

নিউ সাউথ ওয়েলসের ওয়ারাগাম্বায় গত ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার সকালে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়, যেখানে ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। বিদায়ী সভাপতি শামস মওদুদ উষ্ণ শুভেচ্ছা-সহ নতুন সভাপতি নাহার এ দিশা এবং তার দলের কার্যনির্বাহী সদস্যদের পরিচয় করিয়ে দেন।
NSU01 (218).jpg
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল শিশুদের একটি ফ্যাশন শো, যা অতিথিদের বিশেষভাবে আনন্দিত করে। Source: Supplied / Aussie NSUers Association (OzNSUers) / Muhammad Nayeem
নবনির্বাচিত কমিটিতে নাহার এ দিশা (সভাপতি), তাজিম তারেক (সহ-সভাপতি), বুশরা আহমেদ (ভারপ্রাপ্ত মহাসচিব), তাবাসসুম চৌধুরী (কোষাধ্যক্ষ), ফয়সল সিদ্দিকি, মেহেদী রেজা, সামীন নেওয়াজ, আবীর হারুনী, আনিকা রুকসার, মাহমুদা ফারিন, মিতুল হক, জান্নাতুল চৌধুরী এবং নিগার হোসেন নির্বাহী সচিব পদে নির্বাচিত হন। নির্বাচন প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফুয়াদ মুনতাসির। নতুন সভাপতি প্রাক্তন সভাপতিকে ধন্যবাদ জানিয়ে একটি শুভেচ্ছা স্মারক উপহার দেন।

সেদিন বিকেলের প্রধান আকর্ষণ হয়ে ওঠে "Utshob by NSUers", যেখানে প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাদের পরিবার একত্রিত হয়ে সংগঠনের অর্জন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেন।

অনুষ্ঠানে অতিথিরা সুস্বাদু খাবার এবং সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠানের উপস্থাপকদ্বয় তাজিম ও ফারিন অতিথিদের স্বাগত জানিয়ে দিনের সূচনা করেন। বেহালায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আবীর এবং অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত গেয়ে পরিবেশে উচ্ছ্বাস যোগ করেন শিশু শিল্পীরা। ’দি রক ক্যাসেট’ব্যান্ড বেশ কিছু জনপ্রিয় বাংলা এবং ইংরেজি গান দিয়ে দর্শকদের বিনোদিত করেন, সেই সাথে বৃষ্টি এবং স্বর্ণা পরিবেশন করেন কিছু একক সঙ্গীত।
তিনটি নৃত্য পরিবেশন করেন দেবজানি ও তার দল, তাবাসসুম, আনিকা, সেঁজুতি, নিগার, ইমা এবং নির্জন। অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল শিশুদের একটি ফ্যাশন শো, যা অতিথিদের বিশেষভাবে আনন্দিত করে। সামিনের পরিবেশনায় বাংলা কুইজের খেলা ’কাহুট’-এ অংশ নিয়ে বিজয়ীরা জিতে নেন আকর্ষণীয় পুরস্কার।

সংগঠনটির অগ্রজ ভাই-বোনদের দূরদর্শিতার কথা স্মরণ করে নির্বাহী কমিটির মুখপাত্ররা বলেন, “তাদের স্বপ্ন ছিল এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা যেখানে কেউ একা অনুভব করবে না। আজ আমরা নর্থ সাউথ ইউনিভারসিটির ১,৩৩০ এরও বেশি প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী নেটওয়ার্কে পরিণত হয়েছি, যেখানে বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ান উভয় সম্প্রদায়ের সেবায় নিজেদের নিবেদিত করেছি।"

প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share
Published 24 December 2024 11:23am
By SBS Bangla
Source: SBS

Share this with family and friends