বাংলায় আলী হাবিবের প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা
Eid Mubarak Source: Getty Images
প্রতিবছর জিলহজ মাসের ১০, ১১ এবং ১২ তারিখে বিশ্ব জুড়ে মুসলমানরা উদযাপন করেন পবিত্র ঈদ-উল-আজহা। ঈদ অর্থ আনন্দ আর কোরবানি অর্থ নৈকট্য, আত্মত্যাগ। সুতরাং, কোরবানি ঈদ অর্থ হলো ত্যাগের উৎসব। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এই ঈদে ভেড়া, ছাগল, দুম্বা, গরু, মহিষ ও উট কোরবানি করা হয়।
Share