ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র হজ উদযাপিত হচ্ছে আজ সোমবার, ২০ আগস্ট। আজ ইয়াওমুল আরাফা। সৌদি আরবের মক্কার উপকণ্ঠে আরাফাতের পাহাড় ঘেরা ময়দানে সমবেত হয়েছেন প্রায় তিন মিলিয়ন ধর্মপ্রাণ মুসলমান। সেখানে তারা ঘোষণা দিচ্ছেন:
“লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হা’মদা ওয়াননি মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক।”
অর্থ: “আমি হাজির। ও আল্লাহ্, আমি হাজির। তোমার কোনো শরিক নেই। সমস্ত প্রশংসা ও নিয়ামত শুধুই তোমার। সাম্রাজ্য তোমার। তোমার কোনো শরিক নেই।”
আজ সৌদি সময় দুপুর ১২টার পর আরাফাতের ময়দানের মসজিদ-এ নামিরা থেকে হজের খুতবা পাঠ করবেন মদিনা মসজিদ-এ নববির ইমাম ও খতিব, মদিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি শায়খ ড. হোসাইন বিন আব্দুল আজিজ আল শাইখ। এই খুতবা সরাসরি শোনা যাবে বিশ্বের নানা প্রান্ত থেকেও। বিভিন্ন দেশের গণমাধ্যম এটি লাইভ সম্প্রচার করবে।
খুতবার পর জোহর ও আসর নামাজ জমা (একত্রে) করা হবে। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহতায়ালার জিকির করবেন। এরপর তারা মুযদালিফায় গিয়ে মাগরিব ও ইশার নামাজ একত্রে পড়বেন। তারা সমস্ত রাত খোলা প্রান্তরে অবস্থান করবেন।
মিনায় জামরাতে নিক্ষেপ করার জন্য ৭০টি কঙ্কর এখান থেকে সংগ্রহ করবেন। ১০ জিলহজ্ব মিনায় পৌঁছানোর পর হাজিরা চারটি কাজ করবেন।
প্রথমত, মিনাকে ডান দিকে রেখে তারা শয়তানকে পাথর নিক্ষেপ করবেন।
দ্বিতীয়ত, তারা পশু কোরবানি করবেন। অনেকেই এখানে কুরবানি না করতে পারলে মক্কায় ফিরে গিয়ে পশু কোরবানি দেন।
তৃতীয়ত, তারা মাথা ন্যাড়া করবেন।
চতুর্থত, তারা তাওয়াফে জিয়ারত করবেন। তারা মক্কায় ফিরে কা’বা শরীফ তাওয়াফ ও সাঈ (কা’বার চারদিকে সাতবার ঘোরা এবং সাফা-মারওয়া পাহাড়ে সাতবার দৌঁড়ানো) করে আবার মিনায় ফিরে যাবেন।
জিলহজ্বের ১১ তারিখ মিনায় রাত যাপন করে দুপুরের পর সূর্যাস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়ের মধ্যে হাজিরা বড়, মাঝারি এবং ছোট শয়তানের উপর সাতটি করে পাথর নিক্ষেপ করবেন।
পরদিন ১২ জিলহজ্ব মিনায় অবস্থান করে পুনরায় একইভাবে হাজিরা তিনটি শয়তানের উপরে পাথর নিক্ষেপ করবেন।
এরপর, মক্কায় পৌঁছানোর পর হাজিরা আবারও কা’বা শরীফ তাওয়াফ করবেন। একে বলা হয় বিদায়ী তাওয়াফ।
এবারের হজে খুতবা দেবেন ড. হুসাইন বিন আব্দুল আজিজ আল শায়েখ। তিনি ১৯৮৯ সাল থেকে মসজিদে নববীর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি মদিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে ২৭ বছর ধরে দায়িত্ব পালন করছেন।
READ MORE
ঈদ-উল-আযহা ২০১৮