বিশ্বে বসবাসযোগ্য নগরীর তালিকায় শীর্ষ স্থান হারালো মেলবোর্ন

দি ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত দি গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০১৮ তে দ্বিতীয় স্থানে নেমে এসেছে মেলবোর্ন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা দখল করেছে শীর্ষ স্থান। সর্বনিম্ন অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দামেস্ক এবং দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে ঢাকা।

Melbourne

Melbourne ranks 2nd on the Economist Intelligence Unit’s Global Liveability Index 2018 Source: SBS/Vinh Hoang

দি ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত ’ প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বে বসবাসযোগ্যতার দিক দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। আর, বাংলাদেশের ঢাকার অবস্থান ১৪০টি দেশের মধ্যে ১৩৯তম। বসবাসের জন্য এখন বিশ্বের দ্বিতীয় জঘন্যতম নগরী ঢাকা।বসবাসযোগ্যতার দিক থেকে ঢাকার চেয়ে খারাপ অবস্থানে রয়েছে শুধু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক।স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা, অবকাঠামো— এ পাঁচটি সূচকের ভিত্তিতে ১৪০টি নগরীর এই তালিকাটি প্রণয়ন করা হয়েছে।

গত সাত বছর ধরে এই রিপোর্টে শীর্ষ স্থান ধরে রাখা মেলবোর্ন এবার তার স্থান হারিয়ে দ্বিতীয় স্থানে এসেছে। মোট ১০০ নম্বরের মধ্যে ৯৯.১ স্কোর করে শীর্ষ স্থান লাভ করেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আর, মেলবোর্নের স্কোর ৯৮.৪।

তবে, গত বছরের তুলনায় উন্নতি করেছে সিডনি। সন্ত্রাসী হামলার আশঙ্কার কারণে গত বছর সিডনির অবস্থান ছিল ১১তম। এ বছর তা ছয় ধাপ এগিয়ে পাঁচ এ উন্নীত হয়েছে।

তালিকায় অ্যাডিলেইডের স্থান ১০ম এবং পার্থের অবস্থান ১৪তম। গত বছর পার্থ ৭ম স্থানে ছিল।
Dhaka
Source: Public Domain
১০০ তে ৩৮ স্কোর করে ঢাকার অবস্থান ১৩৯তম। বসবাসযোগ্যতার দিক থেকে ক্রমেই নিচে নামছে ঢাকা। ২০১৭ সালের গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সেও ঢাকার অবস্থান ছিল ১৪০টি দেশের মধ্যে ১৩৭তম। অর্থাৎ, এক বছরের ব্যবধানে বসবাসযোগ্যতার দিক থেকে দুই ধাপ নিচে নেমেছে ঢাকা মহানগরী।

অপ্রশস্ত সড়ক, গণপরিবহনের দৈন্যদশা, যানজট, বায়ু-দূষণ, অপ্রতুল চিকিৎসা-ব্যবস্থা, আবাসন ও শিক্ষা খাতে সঙ্কটের কারণে ঢাকা শহর ক্রমেই বসবাসের অযোগ্য হচ্ছে।

তালিকায় সবচেয়ে নিচের স্থানে থাকা সিরিয়ার রাজধানী দামেস্কের পয়েন্ট ৩০.৭।

 

Follow SBS Bangla on .




Share
Published 15 August 2018 11:34am
By Sikder Taher Ahmad

Share this with family and friends