'ও আমাকে বেল্ট দিয়ে মেরে, হাতে- পিঠে দাগ ফেলে দেয়'

Domestic violence

Source: EyeEm

এয়ারপোর্ট থেকেই শুরু হয় তার মানসিক নির্যাতন। অস্ট্রেলিয়া আসার দ্বিতীয় দিনের মাথায় শিকার হন শারীরিক নির্যাতনের। পারিবারিক নির্যাতনের শিকার অস্ট্রেলিয়া প্রবাসী এক বাংলাদেশী নারীর সাথে কথা বলেছে এসবিএস বাংলা। সঙ্গত কারণেই তার নাম- পরিচয় গোপন রাখা হয়েছে। তার কন্ঠস্বরেও আনা হয়েছে কিছুটা পরিবর্তন। পুরো কথোপকথন শুনতে উপরের অডিও লিংকে ক্লিক করুন।


আর দশজন সাধারণ বাংলাদেশী নারীর মতই স্বামী- সংসার করতে চেয়েছিলেন তিনি। বাবার অমতে ভালোবেসে বিয়ে করার পর, প্রথম বিবাহবার্ষিকীর ক'দিন আগেই অস্ট্রেলিয়া আসেন প্রবাসী এই বাংলাদেশী নারী। 

শারীরিকভাবে নির্মম নির্যাতনের শিকার হন বিবাহবার্ষকীতে।

নির্যাতনের এক রাতের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।

"আমার বুকের উপর বসে একাধারে ঘুষি মারতে থাকে। আমার কান্না থামানোর জন্য মুখের মধ্যে তার টি- শার্ট ঢুকিয়ে দেয়।"
could_the_coronavirus_pandemic_see_more_people_suffer_from_domestic_violence
Domestic violence. Source: EyeEm
শারীরিক- মানসিক নির্যাতনের পাশাপাশি অপমানিত করা হয় তারা বাবা- মাকে। অবশেষে বিবাহ বিচ্ছেদে মুক্তি মিলে নির্যাতনের দিন- রাত্রির।

Share