'পারিবারিক নির্যাতন বন্ধে নিষ্ক্রিয় কমিউনিটি সংগঠনগুলো'

White Ribbon

Source: AAP Image/Lukas Coch

পারিবারিক নির্যাতনের ব্যাপারে অভিবাসীরা খুব বেশী কথা বলতে চান না বলে জানিয়েছেন, হোয়াইট রিবন অস্ট্রেলিয়ার এ্যাডভোকেট আখতার জাহান রহমান। ২০১৪ সাল থেকে এ সংগঠনের হয়ে কাজ করছেন সাউথ অস্ট্রেলিয়া প্রবাসী মনোবিদ আখতার জাহান।


কাছের মানুষের দ্বারা নির্যাতিত হচ্ছেন অস্ট্রেলিয়ার প্রতি তিনজনের একজন মহিলা। তবে এ ব্যাপারে খুব বেশী মুখ খোলেন না অভিবাসী কমিউনিটি।

পারিবারিক নির্যাতন বা সহিংসতা বন্ধে সচেতনতা তৈরিতে আগামী ২৭-২৯ জুলাই অস্ট্রেলিয়াজুড়ে পালিত হবে 'হোয়াইট রিবন নাইট'।  

"আমার কাছে দু'জন প্রবাসী বাংলাদেশী সাহায্য চেয়েছিলেন। কিন্তু, বাংলাদেশ থেকে তাদের স্বজনরা নিষেধ করেন, যেন এ নিয়ে কথা না বলে," জানিয়েছেন আখতার জাহান।
White Ribbon
White Ribbon Supporter Logo. Source: AAP Image/Lukas Coch
"মেয়েদের প্রতি পুরুষদের নির্যাতন আশানুরূপ কমছে না। যদিও এ নিয়ে অনেক প্রচার হচ্ছে।"

আখতার বলেন, নির্যাতন বন্ধে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী পুরুষদের কাছ থেকে খুব বেশী সাঁড়া আমি পাই নাই।
White Ribbon
Akhter Jahan Rahman. Source: SBS Bangla
এসবিএস বাংলার সাথে আখতার জাহানের পুরো কথোপকথন শুনতে উপরের অডিও লিংকে ক্লিক করুন।

Share