ট্রান্স ও সমকামী নারীদের সহায়তা করছেন কমলিকা দাশগুপ্ত

SheQu

Source: Supplied

সিডনিতে ট্রান্স ও সমকামী নারীদের জন্য একটি অলাভজনক সংগঠন তৈরি করেছেন কমলিকা দাশগুপ্ত। এসবিএস বাংলার সঙ্গে সাক্ষাত্কারে তিনি বলেন, ”আমরাও কারও সন্তান, আমরাও কারও পার্টনার।” ”আমাদের মেডিকেল হেলথ, ফিজিকাল হেলথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।” “আমাদের পাশে থাকা অনেক ইমপ্যাক্ট করে আমাদের লাইফে।”


SheQu
Source: Supplied
অস্ট্রেলিয়ায় অভিবাসনের মাধ্যমে আসা ট্রান্স ও সমকামী নারীরা নানা প্রকার সমস্যার মুখোমুখি হয়। তাদেরকে সাহায্য করার জন্য ২০১৭ সালের শেষ নাগাদ SheQu নামে একটি সংগঠন তৈরি করেন কমলিকা দাশগুপ্ত।
SheQu
Source: Supplied


কমলিকা দাশগুপ্তের সাক্ষাত্কারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

 

Follow SBS Bangla on .


Share