অস্ট্রেলিয়ার সিনেটে প্রথম মুসলিম নারী মেহেরিন ফারুকি

অস্ট্রেলিয়ার ফেডারাল সিনেটে প্রথম মুসলিম নারী হিসেবে যোগদান করলেন পাকিস্তানি বংশোদ্ভূত মেহেরিন ফারুকি।এর আগে, অস্ট্রেলিয়ার যে-কোনো সংসদে প্রথম মুসলিম নারী হিসেবে ২০১৩ সালের জুনে তিনি নিউ সাউথ ওয়েলস লেজিসলেটিভ কাউন্সিলে যোগদান করেন।

The Greens Mehreen Faruqi in the NSW Parliament.

Source: AAP

অস্ট্রেলিয়ার ফেডারাল সিনেটে প্রথম মুসলিম নারী হিসেবে যোগদান করলেন পাকিস্তানি বংশোদ্ভূত । এর আগে, অস্ট্রেলিয়ার যে-কোনো সংসদে প্রথম মুসলিম নারী হিসেবে ২০১৩ সালের জুনে তিনি নিউ সাউথ ওয়েলস লেজিসলেটিভ কাউন্সিলে যোগদান করেন।

ফেডারাল সিনেটে মেহেরিন গ্রিনস পার্টি থেকে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করছেন। তার আনুষ্ঠানিক শপথ হবে আগামী সপ্তাহে।
তিনি বলেন, ‘বৈচিত্রের শক্তিতে আরও শক্তিশালী হবে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ।’

ফেডারাল সিনেটে প্রথমদিনেই আরেক সিনেটর ফ্রেজার অ্যানিং মুসলিম অভিবাসন বিরোধী প্রদান করেন। এর তীব্র সমালোচনা করেন মেহেরিন। ওয়েবসাইটে তিনি লিখেন,

“আমি একজন মুসলমান অভিবাসী। আমি সিনেটর হতে যাচ্ছি। এ বিষয়ে ফ্রেজার অ্যানিং কিছুই করতে পারবেন না।”

মেহেরিন ১৯৯২ সালে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসন করেন এবং ২০০৪ সালে অস্ট্রেলিয়ার গ্রিন্স দলে যোগ দেন। তিনি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস-এর ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ-এ বিজনেস এবং সাস্টেইনেবিলিটি-এর অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন।

 

Follow SBS Bangla on .


Share
Published 16 August 2018 3:59pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends