এ বছর ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র হজ উদযাপিত হবে ২০ আগস্ট। আর সৌদি আরবে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হবে এর পর দিন ২১ আগস্ট। সৌদি আরবের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুসারে জিলকদ মাস শেষ হয়েছে শনিবার, ১১ আগস্টে এবং রবিবার, ১২ আগস্ট থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজ হচ্ছে বছরের শেষ বা ১২তম মাস। এই মাসের ১০ তারিখ ঈদ-উল-আযহা উদ্যাপিত হয়। সেদিন থেকে তিন দিন ধরে কোরবানি দেয়া যায়।
২০ আগস্ট সারা বিশ্ব থেকে সৌদি আরবে জড়ো হওয়া হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। ঈদের সকালে কোরবানির মধ্য দিয়ে শেষ হবে তাদের হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ থেকে এবার সোয়া এক লাখ মানুষ হজ করার কথা রয়েছে।
অস্ট্রেলিয়ায় মঙ্গলবার, ২১ আগস্ট ঈদ-উল-আযহা উদযাপিত হবে বলে অস্ট্রেলিয়ার গ্রান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের () ফেসবুক পেজে এ বিষয়ক নোটিশ প্রকাশ করা হয়েছে।বাংলাদেশে ২২ আগস্ট ঈদ-উল-আযহা উদযাপিত হবে। রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে ঈদের তারিখ নির্ধারণী সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে বলে বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল -এ রিপোর্ট করা হয়েছে।
Source: Facebook
মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।