এ বছরের প্রথম রাজনৈতিক লড়াইয়ে বিজয়ী হয়েছে লেবার পার্টি। ফেডারাল পার্লামেন্টে স্টেজ থ্রি ট্যাক্স কাটের পরিবর্তনগুলো পাশ হয়েছে।
স্টেজ থ্রি ট্যাক্স কাট ছিল ট্যাক্সে পরিবর্তন আনার ক্ষেত্রে সাবেক কোয়ালিশন সরকারের করা চূড়ান্ত পদক্ষেপ।
প্রথম দু’টি পর্যায়ে নজর দেওয়া হয়েছিল লোয়ার ট্যাক্স ব্রাকেটগুলোর প্রতি। আর, চূড়ান্ত পর্যায়ে, ৪৫,০০০ থেকে ২০০,০০০ পর্যন্ত বার্ষিক উপার্জনের ক্ষেত্রে একটি ট্যাক্স ব্রাকেট বিলুপ্ত করা হয় এবং এই ব্রাকেটে ট্যাক্স ৩২.৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশে আনা হয়।
ফলে, যেসব অস্ট্রেলিয়ান বার্ষিক ১৫০,০০০ ডলারের কম উপার্জন করেন, তারা বড় রকমের ট্যাক্স কাট পাবেন। আর, এর চেয়ে বেশি উপার্জনকারীরাও আগের তুলনায় আরও পরিমিত কাট পাবেন।
২০২২ সালের নির্বাচনের আগে লেবার পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ট্যাক্স কাটের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনবে না। তবে, এ বছরের শুরুর দিকে তারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করে।
প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি বলেন, অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় তারা এই পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন।
এসব পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে কোয়ালিশন। তবে, তারা এই সিদ্ধান্তকে আস্থা ভঙ্গ করা হিসেবে চিহ্নিত করেছে।
লিবারাল পার্টির অ্যাঙ্গাস টেইলর বলেন, যেভাবে এসব পরিবর্তন করা হলো, তা নিয়ে তিনি হতাশ।
স্টেজ থ্রি ট্যাক্স কাটে আনা পরিবর্তনগুলো দৈনন্দিন জীবনযাত্রায় কী রকম প্রভাব ফেলবে? এ সম্পর্কে গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর, ড. রেজা মোনেম বলেন,
“যদিও এই ট্যাক্স কাট সম্প্রতি পার্লামেন্টে পাশ হয়েছে, এটা কিন্তু ২০২৪-২৫ এর আগে কার্যকর হচ্ছে না। এই ট্যাক্স কাট পহেলা জুলাই ২০২৪ এ বাস্তবায়ন করা হবে ঠিকই, কিন্তু, লোকজন এর সুবিধা পাবেন আগামী অর্থ-বছরে, অর্থাৎ, ২০২৪-২৫ অর্থ-বছরে।”
“আর, ট্যাক্স কাটের ব্যাপারে যে-জিনিসটা বলা হচ্ছে, নিম্ন এবং মধ্যবিত্তের আয়ের লোকেরা এতে সবচেয়ে বেশি লাভবান হবেন। তাদের আয়কর সবচেয়ে কমবে, উচ্চবিত্তের তুলনায়। এটাই হচ্ছে মূল কথা।”
তিনি আরও বলেন, প্রশ্ন হচ্ছে যে, এই ট্যাক্স কাটের ফলে কি রিজার্ভ ব্যাংক তাদের সুদের হার বাড়িয়ে দেবে কিনা বা সুদের হারের উপরে কী প্রভাব পড়বে? বিশ্লেষকরা বলছেন যে, সুদের হার হয়তো এতে বাড়বে না; কিন্তু, সুদের হার সহসাই কমার সম্ভাবনা কম এই ট্যাক্স কাটের কারণে।”
প্রফেসর রেজা মোনেমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS