গত এক বছরে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া বা আর-বি-এ মোট ১২ বার সুদের হার বাড়িয়েছে। সর্বশেষ, এ মাসের শুরুর দিকে আর-বি-এ সুদের হার দশমিক ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে সুদের হার এখন ৩.৮৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৪.১ শতাংশে এসে দাঁড়িয়েছে।
এই হার বাড়ানো হয়েছে মূল্যস্ফীতিকে দুই থেকে তিন শতাংশের মাঝে রাখার লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য।
এদিকে, মন্দার সম্ভাবনার কথা জিজ্ঞাসা করা হলে প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি বলেন, অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ সম্পর্কে তিনি আশাবাদী।
মুদ্রাস্ফীতিকে ছাড়িয়ে যাওয়ার জন্য প্রত্যেকের মজুরি বৃদ্ধি আশা করা উচিত নয়, বললেন রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার গভর্নর ফিলিপ লোই।
আর-বি-এ এর সুদের হার দশমিক ২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের পর তিনি এ কথা বলেন।
এদিকে, অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্টাটিস্টিক্স বা এবিএস প্রকাশ করেছে যে, মার্চ কোয়ার্টারে অর্থনীতি ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে, ডিসেম্বর কোয়ার্টারে অর্থনীতি ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
বার্ষিক ভিত্তিতে, মোট দেশীয় পণ্য বেড়েছে ২.৩ শতাংশ; যা বাজারের প্রত্যাশিত ০.৩ শতাংশ ত্রৈমাসিক বৃদ্ধির চেয়ে সামান্য কম।
গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর, ড. রেজা মোনেম বলেন,
“আর-বি-এ এর ঘন ঘন সুদ বাড়ানো আমাদেরকে অস্বস্তিতে ফেললেও ভবিষ্যতের দীর্ঘমেয়াদী দুর্ভোগের চেয়ে স্বল্পমেয়াদী কষ্ট অনেক শ্রেয়।”
প্রফেসর, ড. রেজা মোনেমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।