ফেডারাল বাজেট ২০২৩: “মূদ্রাস্ফীতি খুব সহসাই কমবে বলে মনে হচ্ছে না”

FEDERAL BUDGET 2023

Treasurer Jim Chalmers is applauded after delivering the 2023/2024 Budget in the House of Representatives at Parliament House in Canberra. Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

কেমন হলো এবারের ফেডারাল বাজেট? বাংলাভাষী জনগোষ্ঠীর ওপর এর কী রকম প্রভাব পড়বে? এসবিএস বাংলার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর ড. রেজা মোনেম।


বাজেট প্রণয়নের ক্ষেত্রে নানা দিক মাথায় রাখতে হয় উল্লেখ করে এবারের ফেডারাল বাজেট সম্পর্কে ড. রেজা মোনেম বলেন,

“অস্ট্রেলিয়ার মানুষ জীবন-যাত্রার ব্যয় নিয়ে অতিষ্ঠ। সরকারকে সেদিকে খেয়াল রাখতে হয়েছে।”

তিনি আরও বলেন,

“মূদ্রাস্ফীতি খুব সহসাই কমবে বলে মনে হচ্ছে না।”

প্রফেসর রেজা মোনেমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share