বাজেট প্রণয়নের ক্ষেত্রে নানা দিক মাথায় রাখতে হয় উল্লেখ করে এবারের ফেডারাল বাজেট সম্পর্কে ড. রেজা মোনেম বলেন,
“অস্ট্রেলিয়ার মানুষ জীবন-যাত্রার ব্যয় নিয়ে অতিষ্ঠ। সরকারকে সেদিকে খেয়াল রাখতে হয়েছে।”
তিনি আরও বলেন,
“মূদ্রাস্ফীতি খুব সহসাই কমবে বলে মনে হচ্ছে না।”
প্রফেসর রেজা মোনেমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: