এবার ফিমেল ডিফেন্স লিডার সম্মাননা লাভ করলেন তামান্না মোনেম

২০২১ সালের ফিমেল ডিফেন্স লিডার অ্যাওয়ার্ড লাভ করলেন ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট তামান্না মোনেম।

Tamanna Monem has been awarded as the Female Defence Leader 2021. Source: Tamanna Monem

২০২১ সালের ফিমেল ডিফেন্স লিডার অ্যাওয়ার্ড লাভ করলেন ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট তামান্না মোনেম। এর আগে ডিফেন্স কানেক্ট তাকে রাইজিং স্টার অ্যাওয়ার্ডে ভূষিত করেছিল।


হাইলাইটস

  • ২০২১ সালের ফিমেল ডিফেন্স লিডার অ্যাওয়ার্ড লাভ করলেন তামান্না মোনেম।
  • ২০২০ সালে ডিফেন্স কানেক্ট রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।
  • ২০১৬ সালে অস্ট্রেলিয়া ইনডিয়া বিজনেস অ্যান্ড কমিউনিটি অ্যাওয়ার্ডও লাভ করেছিলেন তিনি।
কুইন্সল্যান্ড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স হাব-এর স্ট্রাটেজি অ্যান্ড পার্টনারশিপস ম্যানেজার তামান্না মোনেম বলেন,

“আমি গত পাঁচ বছর ডিফেন্স এবং ডিফেন্স ইন্ডাস্ট্রির উপরে অনেক কাজ করেছি; অনেক প্রজেক্ট আমি লিড করেছি। কাজগুলো হচ্ছে, অস্ট্রেলিয়ান স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজগুলোর (এস-এম-ই) ক্ষমতায়ন এবং তাদের সামর্থ্যের উন্নয়ন ঘটানো।”

ডিফেন্স সাপ্লাই চেইনে এস-এম-ই-দের অংশগ্রহণে সহায়তা করেছেন তিনি, বলেন তামান্না মোনেম।

অস্ট্রেলিয়ায় ২৬ বছর ধরে বসবাস করছেন তিনি। রিজিওনাল ডিফেন্স ইন্ডাস্ট্রির বিকাশে তার অবদান রয়েছে। ২০২০ সালে ডিফেন্স কানেক্ট তাকে রাইজিং স্টার অ্যাওয়ার্ডে ভূষিত করেছিল।

কুইন্সল্যান্ডে উইমেন ইন বিজনেস ফর অস্ট্রেলিয়া ইনডিয়া বিজনেস কাউন্সিলের চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন তামান্না মোনেম।
২০২১ সালের ফিমেল ডিফেন্স লিডার অ্যাওয়ার্ড লাভ করলেন ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট তামান্না মোনেম।
২০২১ সালের ফিমেল ডিফেন্স লিডার অ্যাওয়ার্ড লাভ করলেন ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট তামান্না মোনেম। Source: Tamanna Monem
তামান্না মোনেমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on . 


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 


 


Share