স্টেজ থ্রি ট্যাক্স কাট-এ কারা বেশি লাভবান হবেন?

tax

গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর, ড. রেজা মোনেম বলেন, “যাদের বার্ষিক উপার্জন ১০০ হাজার থেকে ১৩৫ হাজার ডলার, তারাই স্টেজ থ্রি ট্যাক্স কাট থেকে সবচেয়ে বেশি লাভবান হবেন।” (AAP)

স্টেজ থ্রি ট্যাক্স কাট নিয়ে সম্প্রতি রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়েছে। ট্যাক্স কাট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর, ড. রেজা মোনেম।


কোভিড-১৯ বৈশ্বিক মহামারীরর আগে, লিবারাল সরকার ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসনের শাসনামলে স্টেজ থ্রি ট্যাক্স কাট-এর ঘোষণা করা হয়েছিল।

এ বছর, অর্থাৎ, ২০২৪ সালের ১ জুলাই থেকে এটি কার্যকর করা হবে।

বর্তমান লেবার সরকারের প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি সম্প্রতি এতে কিছু পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন।

গ্রিফিথ ইউনিভার্সিটির প্রফেসর, ড. রেজা মোনেম এ সম্পর্কে বলেন,

“অস্ট্রেলিয়ায় প্রোগ্রেসিভ ট্যাক্স রেট ব্যবহার করা হয়। তার মানে, একজনের আয় যত বেশি হয়, তত উঁচু হারে তাকে আয়কর দিতে হয়।”

তিনি আরও বলেন,

“নিম্ন এবং মধ্যম আয়ের লোকদেরকে লেবার সরকার এই ট্যাক্স কাটের মাধ্যমে সুবিধা দিতে চাচ্ছে।”

তার মতে,

“যাদের বার্ষিক উপার্জন ১০০ হাজার থেকে ১৩৫ হাজার ডলার, তারাই এত্থেকে সবচেয়ে বেশি লাভবান হবেন।”

ড. রেজা মোনেমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share