হুন্ডি কী? এটি কি নিয়ন্ত্রণ করা সম্ভব?

EGYPT ECONOMY CURRENCY

View of US dollar notes and Euro inside a currency exchange office, in Cairo, Egypt , 07 September 2022. EPA/KHALED ELFIQI Source: AAP / KHALED ELFIQI/EPA

বলা হচ্ছে, বিদেশ থেকে বাংলাদেশে অবৈধভাবে রেমিট্যান্স ঢুকছে মূলত হুন্ডির মাধ্যমে। এর ফলে সরকার একদিকে বঞ্চিত হচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব থেকে। পাশাপাশি প্রবাসীরা তাদের আয় দেশে পাঠালেও হুন্ডির কারণে তা যোগ হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে। কোনো পদক্ষেপেই থামছে না হুন্ডির দৌরাত্ম্য। এ বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন, কানাডার টরেন্টো প্রবাসী ব্যাংকার ও অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট নিরঞ্জন রায়।


নিরঞ্জন রায়ের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share