অস্ট্রেলিয়ায় মাফিয়া তৎপরতাকে টার্গেট করেছে ফেডারেল পুলিশ

Australian Federal Police Assistant Commissioner Nigel Ryan.

Australian Federal Police Assistant Commissioner Nigel Ryan. Source: AAP

অস্ট্রেলিয়ার ভেতরে ও বাইরে সংঘবদ্ধ অপরাধী চক্র ইতালীয় মাফিয়াদের দমনে তৎপর হচ্ছে অস্ট্রেলিয়ান ফেডারাল পুলিশ। কর্তৃপক্ষ বলছে, অস্ট্রেলিয়ার অর্থনীতি থেকে এসব অপরাধী চক্র প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে থাকে। ধারণা করা হচ্ছে যে, অস্ট্রেলিয়া জুড়ে অজ্ঞাত পরিচয়ে তাদের হাজার হাজার সদস্য ছড়িয়ে আছে। অস্ট্রেলিয়ায় মাফিয়া চক্র নিয়ে একটি প্রতিবেদন।


অপারেশন আয়রনসাইড জনসমক্ষে প্রকাশিত হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ান ফেডারাল পুলিশ বছর জুড়ে সংঘবদ্ধ অপরাধীদের পেছনে অতি তৎপর হয়েছে।

গত বছরে, অপারেশন আয়রনসাইড-এর আওতায় ২৩০০ টি অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে ৩৮৩ ব্যক্তিকে।

এর মাধ্যমে উদ্ধার ও জব্দ করা হয় ৬.৩ টনের অধিক অবৈধ ড্রাগ, ১৪টি আগ্নেয়াস্ত্র এবং ৫৫ মিলিয়ন ডলার অবৈধ অর্থ।

ইতালীয় মাফিয়া এখন নতুন টার্গেট।

ক্রাইম কমান্ডের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাইজেল রায়ান মনে করেন, এনড্রানগেদা (Ndrangheta) নামে পরিচিত কুখ্যাত মাফিয়া দলের হাজার হাজার সদস্য রয়েছে।

ইন্টারপোল বলছে, এন-ড্রান-গেদা আসলে ইতালির কালেব্রিয়া থেকে এসেছে। এটি বিশ্বের সবচেয়ে বিস্তৃত ও শক্তিশালী অপরাধী সংগঠন।

এখন “অ্যানোম” নামের একটি গোপন অ্যাপ থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায় যে, তারা অস্ট্রেলিয়ার কত গভীরে অনুপ্রবেশ করেছে।

কমিশনার রায়ানের মতে, অন্যান্য সংঘবদ্ধ অপরাধী চক্রের সহায়তায় এন-ড্রান-গেদা ড্রাগ আমদানি, অর্থ পাচার এবং সহিংস তৎপরতা চালিয়ে থাকে।

কমিশনার রায়ান আরও বলেন, এটা সম্ভবপর যে, আপনার পাশের বাড়ির প্রতিবেশিই হয়তো বা এন-ড্রান-গেদা এর সদস্য, যা সম্পর্কে আপনি অবহিত নন।

এন-ড্রান-গেদা সম্পর্কিত তথ্যের অপ্রতুলতার কারণে এর সদস্যদেরকে চিহ্নিত করাটা খুবই কঠিন, বলেন অপরাধ-তত্ত্বের বিশেষজ্ঞ অ্যানড্রিয়াস শোলার্নহার্ট।

মিস্টার শোলার্নহার্ট বলেন, এই মাফিয়া দলটি অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়াটাও পরিহার করে চলে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করাটা তাই পুলিশের পক্ষে আরও কঠিন হয়ে পড়ে।

এই মাফিয়া চক্রটির শক্তিশালী আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে। এদের কর্মকাণ্ড ব্যাহত করার জন্য অস্ট্রেলিয়ান ফেডারাল পুলিশ কাজ করছে ইতালীয়, মার্কিন, স্পেনিশ এবং ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের সঙ্গে।

পুলিশ বলছে, এন-ড্রান-গেদা অস্ট্রেলিয়ায় তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে।


প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন । 

আরও দেখুন:

Share