সিজনে উদার হওয়ার পাশাপাশি প্রদানের ক্ষেত্রে সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলছে অস্ট্রেলিয়ার জাতীয় দাতব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
এ বছরে ইতোমধ্যে লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়েছে ভুয়া দাতব্যের মাধ্যমে।
READ MORE
ক্রিসমাসে অনলাইন শপিংয়ে সতর্ক হোন
অ্যাক্টিং অস্ট্রেলিয়ান চ্যারিটিজ অ্যান্ড নন-প্রফিটস কমিশনার ডেবোরাহ জেনকিনস বলেন, এক্ষেত্রে সতর্কতা অবলম্বনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
অস্ট্রেলিয়ান ফেডারাল পুলিস বা এএফপি-এর সাইবারক্রাইম অপারেশন্স এর কমান্ডার ক্রিস গোল্ডসমিড বলেন, অস্ট্রেলিয়ায় সাইবার অপরাধ বাড়ছে।
মানি মিউলিং বা অবৈধভাবে অর্থ পাচারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক EMMA 8 প্রচারণায় এখন অংশ নিচ্ছে এএফপি।
আর্থিক প্রতারণার শিকার ব্যক্তিদেরকে এগিয়ে এসে রিপোর্ট করতে আহ্বান জানান মিস্টার গোল্ডসমিড।
অ্যানুয়াল সাইবার থ্রেট রিপোর্ট ২০২২ অনুসারে, এ বছর ৭৬ হাজারেরও বেশি সাইবার অপরাধের রিপোর্ট পেয়েছে অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি সেন্টার বা ACSC, যা গত অর্থ-বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: