অনলাইন প্রতারণা: “সবচেয়ে জরুরি হচ্ছে চেক করা”

Generic stock photo shows a woman's hands using a laptop keyboard. PRESS ASSOCIATION Photo. Picture date: Tuesday August 6, 2013.

Generic stock photo shows a woman's hands using a laptop keyboard. PRESS ASSOCIATION Photo. Picture date: Tuesday August 6, 2013. Source: Press Association

কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর এই সময়টিতে প্রতারণামূলক ফোন কল, ইমেইল ইত্যাদি বেড়ে গেছে। এসব ক্ষেত্রে সতকর্তা অবলম্বনের জন্য কী করণীয়? এসবিএস বাংলার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন তথ্যপ্রযুক্তিবিদ এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আরিফুল খন্দকার।


গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টেকনোলজি কোম্পানি ব্ল্যাকহক নেটওয়ার্কে কর্মরত আছেন তথ্যপ্রযুক্তিবিদ এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আরিফুল খন্দকার।

অনলাইন প্রতারণা সম্পর্কে তিনি বলেন,

“এ ধরনের প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, কোনো কিছুকে সহজে বিশ্বাস না করা। কোনো সন্দেহজনক ব্যক্তির কাছ থেকে ইমেইল, কোনো অজানা ব্যক্তির কাছ থেকে ইমেইল অথবা ফোন, অথবা এসএমএস যদি আসে, তখন যা করা উচিত, তা হলো, আরেকবার ডাবল চেক করা উচিত, জেনে নেওয়া উচিত, আসলেও এই ইমেইল, ফোন, অথবা মেসেজের সোর্সটা আসল সোর্স কিনা।”
তিনি আরও বলেন,

“অনেক সময় দেখবেন অনেক ধরনের মেসেজ আসে যে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করা হয়ে গেছে। আপনি এই লিঙ্কে ক্লিক করে অ্যাক্টিভেট করুন আবার। এগুলো বিশ্বাস করবেন না। যদি এ রকম মনে হয়, তাহলে সরাসরি আপনার ব্যাংকে ফোন করুন। ঐ লিঙ্কে কখনও ক্লিক করবেন না। ইমেইলেও এ রকম আসতে পারে আবার ফোনেও এ রকম বলতে পারে।”

আরিফুল খন্দকার বলেন, “সবচেয়ে জরুরি হচ্ছে চেক করা।”
আরিফুল খন্দকার বলেন, সাইবার প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, কোনো কিছুকে সহজে বিশ্বাস না করা।
আরিফুল খন্দকার বলেন, সাইবার প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, কোনো কিছুকে সহজে বিশ্বাস না করা। Source: Ariful Khandakar
আরিফুল খন্দকারের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share