ক্রিসমাস উপলক্ষে কেনাকাটার ধুম পড়ে গেছে। শপিং মলের পাশাপাশি অনলাইন শপিংয়েও ব্যস্ততা বেড়েছে। প্রতিবছর অনলাইন শপিংয়ের মাধ্যমে বাইরে থেকে বহু পণ্যের অর্ডার করে অস্ট্রেলিয়ানরা। তবে, এসব পণ্যের একটা বড় অংশই আটকে দেয় অস্ট্রেলিয়ান বোর্ডার ফোর্স।
অস্ট্রেলিয়ান বোর্ডার ফোর্সের একটি বলা হয়েছে, অনলাইনে শপিং করার আগে জেনে নিন কোন কোন পণ্য আপনি অস্ট্রেলিয়ায় আনতে পারবেন।
প্রতিবছর হাজার হাজার পণ্য বাজেয়াপ্ত করে অস্ট্রেলিয়ান বোর্ডার ফোর্স। এগুলোর মধ্যে রয়েছে বিবি গান, ইমিটেশন ফায়ারআর্মস, স্লিংশটস এবং অন্যান্য নানা রকম অস্ত্র। বাচ্চাদের এসব খেলনা যতোই আকর্ষণীয় হোক না কেন, এগুলো আসলে তাদের জন্য বিপদজনক। তাই এগুলো আমদানি করা অবৈধ।
এ রকম বহু পণ্য বিক্রি করা হয় অস্ট্রেলিয়ান ওয়েবসাইটের মাধ্যমে। এতে হয়তো অনেকে মনে করতে পারেন এগুলোর জন্য সমস্যা হবে না। আসলে অস্ট্রেলিয়ান ওয়েবসাইটগুলো অর্ডার সংগ্রহ করে ক্রেতার পক্ষ থেকে সে অর্ডার বিদেশে পাঠিয়ে দেয়।
অনলাইনে শপিং করতে হলে এ সংক্রান্ত আইনকানুন জানতে হবে। অন্যথায়, অবৈধ পণ্য কেনার জন্য শুধু পণ্যই বাজেয়াপ্ত করা হবে না, ক্রেতাকে ৫২৫,০০০ ডলার পর্যন্ত জরিমানাও করা হবে এবং ১০ বছর পর্যন্ত কারাদণ্ডও দেওয়া হবে।
ক্রেতাকে আরও জানতে হবে ক্রয়কৃত পণ্যের জন্য কতো ডলার ডিউটি, চার্জ এবং ট্যাক্স দিতে হবে।
অনলাইন শপিং সংক্রান্ত আইন-কানুন সম্পর্কে জানতে হলে ভিজিট করুন: