প্রতিবছর অস্ট্রেলিয়ায় বহু লোক আসেন বিভিন্ন ধরনের ভিসা নিয়ে। তাদের মধ্যে কেউ কেউ এখানে কাজ করতে চান। অস্ট্রেলিয়ায় এসে কাজ করতে হলে প্রথমে দেখতে হবে আপনি যে ভিসার মাধ্যমে এখানে আসছেন সে ভিসায় আপনাকে কাজের অনুমতি দেওয়া হয়েছে কিনা।
অস্ট্রেলিয়াতে যারা কাজ করতে আসতে চান তারা অনেকসময় প্রতারণার শিকার হন। ভিসা স্ক্যাম থেকে বাঁচতে হলে নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখতে হবে:
- ভিসার জন্য এজেন্ট অগ্রীম অর্থ দাবি করছে কিনা।
- ভিসায় কাজের অনুমতি নেই। আপনাকে যদি এই ভিসা গ্রহণ করে কাজ করার কথা বলে, সেক্ষেত্রে সতর্ক হন।
- অস্ট্রেলিয়াতে অন্য কারও অধীনে কাজ করলে আপনার অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার (এবিএন) লাগবে না। আপনি যদি নিজেই ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনার এবিএন লাগবে। আপনি এবিএন-এর জন্য উপযুক্ত কিনা তা দেখে নিন:
এজেন্ট যদি আপনাকে চাকরি দেওয়ার কথা বলে এবং এবিএন নাম্বার গ্রহণ করতে বলে, সেক্ষেত্রে সাবধান হন। - চাকরির চুক্তি (কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট) যদি হাতে লেখা হয় তাহলে সতর্ক হন।
- আপনাকে যদি বলা হয় অস্ট্রেলিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট করা হবে, অবশ্যই সতর্ক হন।
- চাকরিদাতা বা এজেন্টের ওয়েবসাইটে যদি অস্ট্রেলিয়া সরকারের মনোগ্রাম বা প্রতীক ‘অস্ট্রেলিয়ান কোট অফ আর্মস’ ব্যবহার করা হয় এবং এটা বোঝানো হয় যে, তারা অস্ট্রেলিয়া সরকারের অনুমোদিত, সেক্ষেত্রে সতর্ক হন।
- আপনাকে যদি ‘ক্যাশ ইন হ্যান্ড’ বা নগদ টাকায় মজুরি প্রদানের কথা বলা হয়।
- যদি বলা হয় যে, অস্ট্রেলিয়া সরকারের ট্যাক্স ফাইল নাম্বার () আপনার লাগবে না, তাহলে সতর্ক হন। অস্ট্রেলিয়ায় টিএফএন না থাকলে বেশি আয়কর দিতে হয়। এছাড়া, অন্যান্য সরকারি সুবিধার জন্য আবেদন করতে গেলেও টিএফএন নাম্বার লাগে। ইলেক্ট্রনিকালি ইনকাম ট্যাক্স রিপোর্ট জমা দেওয়া এবং এবিএন নাম্বারের জন্য আবেদন করতে গেলেও টিএফএন লাগে।
- চাকরিদাতা বা এজেন্সির যদি অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার (এবিএন) না থাকে।
- আপনাকে যদি অস্ট্রেলিয়ায় বিদেশী কর্মীদের জন্য নূন্যতম মজুরিরও কম অর্থ অফার করা হয়। বিস্তারিত দেখুন:
- সুপার-অ্যানুয়েশন সম্পর্কেও শুনে নিন। আপনি এর উপযুক্ত কিনা তা দেখুন:
ইটিএ ভিসা কিংবা অস্ট্রেলিয়ায় কাজের ভিসা সম্পর্কিত কোনো প্রতারণা সম্পর্কে আপনার যদি জানা থাকে কিংবা আপনি যদি সন্দেহ করেন, সেক্ষেত্রে এই লিঙ্কে রিপোর্ট করুন: .