ইমিগ্রেশন নিয়ে প্রতারণা ও প্রবঞ্চনার বিষয়টি অস্ট্রেলিয়াতে নতুন নয়। এর ফলে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের লোকজন ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
প্রতারকরা সম্প্রতি ভিসা আবেদনকারীদেরকে ফোন করে বলছে, তারা ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স থেকে ফোন করেছে এবং আবেদনকারীদের ভিসা প্রক্রিয়াকরণের জন্য অর্থ দাবি করছে। এক্ষেত্রে তারা বেশিরভাগ সময়ে পুরো নাম বলে না, তাদের নামের প্রথম অংশই শুধু বলে থাকে। আর, ফোন নম্বর দেখে মনে হয় যে, তা আসলেই ডিপার্টমেন্টের ফোন নম্বর। যাহোক, ডিপার্টমেন্ট কখনোই টেলিফোন করে অর্থ প্রদান করতে বলে না।
আপনার সঙ্গে এ রকম ঘটনা ঘটলে, যদি কেউ ডিপার্টমেন্টের লোক পরিচয় দিয়ে অর্থ দাবি করে, তবে নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে রিপোর্ট করুন: .
অর্থ-সম্পদ, ব্যক্তিগত তথ্য কিংবা মুল্যবান কিছু হাতিয়ে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে মানুষকে ভুল পথে পরিচালিত করাকে প্রতারণা হিসেবে গণ্য করা হয়। এ রকম প্রতারণা করা হতে পারে ডাকযোগে, ইমেইলের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে কিংবা ইন্টারনেটের মাধ্যমে। এগুলোর কিছু কিছু সহজে বোঝা গেলেও এ রকম প্রতারণাও রয়েছে যা সত্য বলে মনে হয়।
মাইগ্রেশন বিষয়ক প্রতারণা থেকে রক্ষা পেতে হলে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। কখনো কখনো প্রতারকরা ডিপার্টমেন্টের নাম ব্যবহার করতে পারে তাদের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য।
প্রতারণা থেকে বাঁচার জন্য আপনাকেই সতর্ক থাকতে হবে। এটি আপনারই দায়িত্ব।
ভিসা-প্রতারণা থেকে রক্ষা পেতে আপনি সবসময় অস্ট্রেলিয়া সরকারের অফিশিয়াল চ্যানেল ব্যবহার করবেন। যেমন, ডিপার্টমেন্টের ওয়েবসাইট, বিশ্বাসযোগ্য ট্রাভেল এজেন্ট, অস্ট্রেলিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো কিংবা আপনার দেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন কিংবা দূতাবাস। .