অস্ট্রেলিয়ায় স্কিলড মাইগ্রেশনের পেশার তালিকা পরিবর্তন করা হয়েছে

Australian Visas

Source: SBS

ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স অস্ট্রেলিয়ায় স্কিলড মাইগ্রেশনের জন্য পেশা-তালিকার পরিবর্তন করেছে। ১৮ মার্চ ২০১৮ থেকে এটি কার্যকর করা হয়েছে। এসবিএস বাংলার সঙ্গে স্কিলড মাইগ্রেশন নিয়ে কথা বলেছেন মাইগ্রেশন এজেন্ট নুরুল হক শিবলি।


সম্প্রতি স্কিলড মাইগ্রেশনের পরিবর্তন করেছে। ১৮ মার্চ ২০১৮ থেকে এটি কার্যকর করা হয়েছে। একই সময়ে তারা ইন্টেরিম রিজিওনাল অকুপেশন লিস্ট (আরওএল) এর প্রবর্তন করেছে।

সিডনি-ভিত্তিক বাংলাভাষী মাইগ্রেশন এজেন্ট মিস্টার নুরুল হক শিবলির সঙ্গে কথা বলেছে এসবিএস বাংলা। স্কিলড মাইগ্রেশন সম্পর্কে সাধারণভাবে তিনি আলোচনা করেন।

তিনি বলেন,

“কেউ যদি অস্ট্রেলিয়াতে পড়তে আসতে চান তাহলে যে-কোনো বিষয় নিয়ে তিনি পড়তে পারেন। কিন্তু, তিনি যদি এখানে পড়াশোনা শেষ করার পর পার্মানেন্ট রেসিডেন্সি পেতে চান, তাহলে তাকে চিন্তাভাবনা করে পড়াশোনার বিষয় ঠিক করতে হবে।”

অনেকেই পাঁচ-ছয় বছর এখানে পড়াশোনা করার পর দেশে ফেরত যেতে বাধ্য হন। এ সম্পর্কে তিনি বলেন,

“অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষ করার পর এক বছরের টেম্পোরারি রেসিডেন্সি ভিসা পাওয়া যায়। সেই সময়ে কেউ যদি তার পড়াশোনার সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে কাজ করেন তাহলে তা পার্মামেন্ট রেসিডেন্সির জন্য কাজে আসে। কিন্তু তিনি যদি অন্য কোনো কাজ করেন কিংবা অড জব করেন, যেমন, পেট্রোল পাম্পে কিংবা ক্লিনিং-এর কাজ করেন, সেক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে সমস্যা হয়।”

 

এসবিএস বাংলার সঙ্গে মাইগ্রেশন এজেন্টে মিস্টার নুরুল হক শিবলির সাক্ষাৎকার শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।


Share