গত ১৮ মার্চ রবিবার বন্ধ হয়ে গেছে ৪৫৭ ভিসা। এর স্থলে আগামী ১ জুলাই থেকে অস্ট্রেলিয়া সরকার পরীক্ষামূলকভাবে চালু করছে । এই ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়ার চাকুরিদাতাগণ বিদেশ থেকে অতি দক্ষ কর্মীদেরকে আনতে পারবে।
সিডনি-ভিত্তিক বাংলাভাষী মাইগ্রেশন এজেন্ট মিস্টার নুরুল হক শিবলি ইস্টওয়েস্ট ইমিগ্রেশন সার্ভিসেস পরিচালনা করেন। এসবিএস বাংলাকে তিনি বলেন, ৪৫৭ ভিসা বন্ধ হওয়াতে যে শূন্যতার সৃষ্টি হবে তা পূরতে করতে নতুন এই ভিসা চালু করা হচ্ছে।
গ্লোবাল ট্যালেন্ট স্কিমের মাধ্যমে ভিসা প্রদান করা হবে। এর কোনো কোটা নেই। টেকনোলজি, সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ব্যবসা এবং অন্যান্য কোম্পানি এই ভিসার মাধ্যমে উচ্চ পর্যায়ের দক্ষতা-সম্পন্ন বিদেশী কর্মী আনতে পারবে। আনুষঙ্গিক শর্তাবলীর মধ্যে বলা হয়েছে, উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মচারীকে বছরে কমপক্ষে একশ’ আশি হাজার ডলার প্রদান করতে হবে। আর, আবেদনকারীর সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া, স্পন্সর কোম্পানিকে অবশ্যই এটা দেখাতে হবে যে, তারা প্রথমে অস্ট্রেলিয়ানদেরকে চাকুরি দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছে।
এসবিএস বাংলার সঙ্গে মাইগ্রেশন এজেন্টে মিস্টার নুরুল হক শিবলির সাক্ষাৎকার শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।