ক্রিসমাস শপিংয়ে চমক দেখাতে গিয়ে বিপত্তি, ৫ জন হাসপাতালে

ওয়েস্টার্ন সিডনিতে ওয়েস্টফিল্ডের একটি শপিং সেন্টারে পুরস্কার-ওয়ালা বেলুন সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকজন আহত।

Westfield shopping centre sign.

Westfield shopping centre sign.

সিডনির একটি শপিং সেন্টারে ক্রিসমাস উপলক্ষে চমকদার আয়োজন করা হয়। বেলুনের মধ্যে ছিল পুরস্কার। এই পুরস্কার সংগ্রহ করতে গিয়ে ভোক্তাদের ভিড়ে চাপা পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ বলছে, পুরস্কার-ওয়ালা বেলুন সংগ্রহে লোকজন ঝাপিয়ে পড়লে বেশ কয়েকজন মাটিতে পড়ে যায় এবং আহত হয়। ওয়েস্টার্ন সিডনির প্যারামাটাতে ওয়েস্টফিল্ডের ‘মেগা বেলুন ড্রপ’-এ গতকাল মাঝ রাতে এ ঘটনা ঘটে।
নিউ সাউথ ওয়েলস পুলিসের একজন মুখপাত্রী আজ মঙ্গলবার এএপি-কে বলেন,

“সেখানে তারা ছেড়ে দেওয়া বেলুন সংগ্রহের জন্য গিয়েছিল। সেসব বেলুনের মধ্যে ছোটখাট উপহার ছিল বলে মনে হচ্ছে।”

ঘটনাস্থলে ১২ জন দোকানদারকে স্বাস্থ্যসেবা দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আর, পাঁচ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ।

ইন্সপেক্টর Phil Templeman বলেন, তারা যে রিপোর্ট পেয়েছেন তাতে বলা হয়েছে, বেলুন ড্রপের ফলে পুরস্কার সংগ্রহের জন্য লোকজন ছুটাছুটি করে ও ছত্রভঙ্গ হয়ে যায়।

একটি বিবৃতিতে ইন্সপেক্টর Phil Templeman বলেন,

“(হাসপাতালে) পাঠানো আহত ব্যক্তিদের মধ্যে তিন জনের বুকে আঘাত লেগেছে, গলায় এবং পিঠে ব্যথা রয়েছে এবং তাদের বমির ভাগ ও মাথা ঘোরার লক্ষণ দেখা দিয়েছে।”

তিনি আরও বলেন, এটি সৌভাগ্যের ব্যাপার যে, কেউ এর চেয়ে গুরুতর আহত হয় নি।

“আমরা এখন ব্যস্ত ছুটির সময়টির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের বহু শপিং সেন্টার লোকজনের ভীড়ে পরিপূর্ণ হবে। আমরা কমিউনিটির প্রতি ধৈর্যধারণ করার এবং নিজেদের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”

৩৩ ঘণ্টা ব্যাপী অবিরাম শপিংয়ের অংশ হিসেবে এই বেলুন ড্রপ করার উদ্যোগ নেয় ওয়েস্টফিল্ড।
এই শপিং সেন্টারের মালিক Scentre Group বলেছে, ভোক্তাদের সহায়তায় দ্রুত কাজ করছে তাদের দল।

তারা ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেছে এবং স্থানটিকে নিরাপদ করেছে।

একজন মুখপাত্র এএপি-কে একটি বিবৃতির মাধ্যমে জানায়,

“ক্ষতিগ্রস্ত ভোক্তাদের সঙ্গে আমাদের দল সরাসরি কথা বলছে।”

“গত রাতের ঘটনার বিষয়ে খতিয়ে দেখা আমরা চালিয়ে যাব।”

Follow SBS Bangla on .

Share
Published 24 December 2019 3:19pm
Updated 24 December 2019 4:19pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends