অস্ট্রেলিয়া জুড়ে বুশফায়ার ইমার্জেন্সির এক ঝলক:
* দেশ জুড়ে প্রায় ২০০টি স্থানে আগুন জ্বলছে।
* এ পর্যন্ত সাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
* এ বছর বুশফায়ারে নয় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে; নিউ সাউথ ওয়েলসে ৭৮৯, কুইন্সল্যান্ডে ৪০, সাউথ অস্ট্রেলিয়ায় ৭২ এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় একটি।
* বসত-বাড়ি ছাড়াও হাজার হাজার চালাঘর, আস্তাবল ইত্যাদি বিনষ্ট ও ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসল নষ্ট হয়েছে।
* ২,০০০ কোয়ালার মৃত্যু ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউ সাউথ ওয়েলস
* ১১০টি আগুন। এগুলোর মধ্যে ৬০টি নিয়ন্ত্রণের বাইরে।
* মিড-নর্থ-কোস্টে ২ জন স্বেচ্ছাসেবী অগ্নি-নির্বাপকসহ আরও চার জনের মৃত্যু ঘটেছে। অগ্নি-নির্বাপকদের নাম Geoff Keaton ও Andrew O'Dwyer। আর বাকি ব্যক্তিদের নাম: Vivian Chaplain, ৬৯, George Nole, Julie Fletcher, ৬৩, ও ৫৮ বছর বয়সী একজন অজ্ঞাতনামা ব্যক্তি।* গত উইকএন্ডেই ১০০টি স্থাপনা বিনষ্ট হয়েছে।
NSW Police watch as the Green Wattle Creek Fire threatens homes in Yandeera in the south west of Sydney. Source: AAP
* সিডনির আকাশ জুড়ে এখনও ধোঁয়া রয়েছে।
* আগুন:
- সিডনির উত্তর-পশ্চিমে Gospers Mountain এ ভয়াবহ আগুন লেগেছে। এর ফলে Lithgow এবং Blue Mountains এর উপরে Bells Line of Road ক্ষতিগ্রস্ত হয়েছে।
- Green Wattle Creek ফায়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে Wollondilly Shire villages of Buxton এবং Bargo। এছাড়া, ছোট শহর Balmoral ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
- Batemans Bay এর উত্তরে South Coast এর Currowan এ বুশফায়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে Nerriga এর নিকটস্থ কমিউনিটিগুলো।
ভিক্টোরিয়া
* Western District এর East Gippsland এর Tambo Crossing এবং Hotspur, Digby তে দুটি আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায় নি।
* East Gippsland এর বুশফায়ার গত বৃহস্পতিবার থেকে জ্বলছে।* অপেক্ষাকৃত শীতল আবহাওয়ার ফলে সাময়িক স্বস্তি পেয়েছেন অগ্নি-নির্বাপকরা।
Fire crews attack flames from a fire burning at Mount Mercer. Source: Twitter/@CFA_Updates/Wayne Rigg
* আগুনের ফলে সৃষ্ট ধোঁয়া এবং নিউ সাউথ ওয়েলসের ধোঁয়ার ফলে বায়ু-দূষণ ঘটছে।
সাউথ অস্ট্রেলিয়া
* Adelaide Hills এ বড় এলাকা জুড়ে আগুন লেগেছে।
* এক ব্যক্তির মৃত্যু (Ron Selth, 69), আরও তিন জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে।
* ১২৭ কিলোমিটার এলাকার মধ্যে ২৫,০০০ হেক্টর ভূমি পুড়ে গেছে।
* ৭২ টি ঘর-বাড়ি সুনিশ্চিতভাবে বিধ্বস্ত হয়েছে। এছাড়া, আরও ৪০৪টি স্থাপনা এবং ২২৭টি যান-বাহন গত উইকএন্ডে বিনষ্ট হয়েছে।
* আঙ্গর-বাগানসহ ফসলাদির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শত শত ভেড়া মারা গেছে।
* Castambul এ Kangaroo Creek Reservoir এর পার্শ্ববর্তী এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুইন্সল্যান্ড
* রাজ্যের বিভিন্ন অঞ্চলে ৬০টি আগুন লেগেছে।
* সেন্ট্রাল কুইন্সল্যান্ডের Central Highlands এবং Coalfields ও Upper Flinders এলাকায় ভয়াবহ আগুন লেগেছে।
* ক্রিসমাসের সময়ে বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
* নিউ সাউথ ওয়েলসের আগুন থেকে বায়ু-দূষণ ঘটছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
* পার্থের Roleystone এর আশেপাশের পাহাড়ী এলাকা এবং Yanchep এ বুশফায়ারের ঝুঁকি রয়েছে, ফলে জন-জীবন ও ঘর-বাড়ি হুমকির মুখে পড়েছে।
* ছয় দিন ব্যাপী অগ্নিকাণ্ডে কাজ করেছেন অগ্নি-নির্বাপকরা। তারা হাজার হাজার ঘর-বাড়ি রক্ষা করেছেন।
* একটি বাড়ি এবং Yanchep এ একটি পেট্রোল স্টেশন বিনষ্ট হয়েছে। এছাড়া, ১৩,০০০ হেক্টর ভূমি পুড়ে গেছে।
তাসমানিয়া
* নভেম্বরের শেষ নাগাদ Launceston এর উত্তরে দুটি বুশফায়ার নিয়ন্ত্রণে আনা হয়েছে।
নর্দার্ন টেরিটোরি
* নর্দার্ন টেরিটোরিতে সর্বশেষ বড় অগ্নিকাণ্ড দেখা গেছে সেপ্টেম্বরে। তখন সেখানে নয়টি স্থানে আগুন জ্বলছিল।