মেলবোর্নে ক্রিসমাস উপলক্ষে শরণার্থী শিশুদের মাঝে খেলনা বিতরণ

মেলবোর্নের পশ্চিমাঞ্চলে ক্রিসমাস উপলক্ষে আশ্রয়প্রার্থী ও শরণার্থী পরিবারগুলোর শত শত শিশুর মাঝে খেলনা বিতরণ করা হয়েছে।

A young boy with a present at the Refugee and Asylum Seeker Toy Drive

A young boy with a present at the Refugee and Asylum Seeker Toy Drive Source: SBS News

মেলবোর্নের ওয়েস্টে ক্রিসমাস উপলক্ষে গত সোমবার শরণার্থী শিশুদের মাঝে খেলনা বিতরণ করা হয়। ক্রিসমাসের চেতনা উজ্জীবিত রেখে সানশাইন সাবার্বে উদযাপিত হয় বার্ষিক Refugee and Asylum Seeker Toy Drive। এভাবে শিশুদের জন্য কয়েক হাজার ডলার মূল্যমানের খেলনা বিতরণ করা হয়।

বিভিন্ন বয়সী শিশুদের উপযোগী খেলনা সংগ্রহে কাজ করেন কতিপয় স্পন্সর ও ডোনার।
Hiba (L) and Maram Faraj (R)
Hiba (L) and Maram Faraj (R) Source: SBS News
দুই মেয়ে সাজান এবং মারামকে সাথে নিয়ে তিন বছর আগে ইরাক থেকে পালিয়েছেন হিবা ফারাজ। তখন থেকে প্রতি বছর তারা এই ‘টয় ড্রাইভ’-এ অংশ নিয়ে থাকে।

মিজ ফারাজ এসবিএস নিউজকে বলেন,

“আমার কেউ নেই। আমার পরিবার নেই, তাই এটি অনেক বড় বিষয়”।

“আমার মেয়েরা প্রতিবছর এখানে আসে এবং উপহার গ্রহণ করে। ভিন্ন ভিন্ন সংস্কৃতির বহু লোকের দেখাও পায়। ফলে তারা উত্তেজিত হয়ে যায়।”

“এ সবই আমার মেয়েদের জন্য ভাল।”
The Faraj family at the Refugee and Asylum Seeker Toy Drive
The Faraj family at the Refugee and Asylum Seeker Toy Drive Source: SBS News
প্রতিটি শিশু সর্বোচ্চ দুটি উপহার নিতে পারে।

মারাম বলে, এ বছর উপহার বেছে নেওয়ার ক্ষেত্রে সে তার বড় বোনের দ্বারা প্রভাবিত হয়েছে।

“এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। কারণ, আমি নিশ্চিত ছিলাম না যে আমি কী বেছে নিব।”

“আমি কচ্ছপটি পছন্দ করি, কিন্তু আমার বোন আমাকে সেটা নিতে দেয় নি।”

সাজান বলে, এই অভিযানটির গুরুত্ব এসব উপহারের চেয়েও অনেক বেশি।

“বিশ্বের বিভিন্ন স্থানের অনেক রকম সংস্কৃতির নানা রকম মানুষের সঙ্গে দেখা হওয়াটা চমৎকার একটি অভিজ্ঞতা।”

সে আরও বলে, “আমি আসলেই এটি উপভোগ করেছি।”
The 2019 Refugee and Asylum Seeker Toy Drive in Melbourne
The 2019 Refugee and Asylum Seeker Toy Drive in Melbourne Source: SBS News
গত সোমবারের এই ‘টয় ড্রাইভ’-এর সহযোগী সংগঠন ছিল শরণার্থী সমর্থক গোষ্ঠী স্পেকট্রাম। এর টিম লিডার Brent Serry বলেন,

“এর মাধ্যমে প্রথম বারের মতো কোনো শরণার্থী পরিবার একেবারে নতুন খেলনা পাওয়ার সুযোগ পায়।”

“অস্ট্রেলিয়ায় আসার ক্ষেত্রে প্রায়ই তারা কষ্টসাধ্য ভ্রমণ ও ভীতিজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। তারা হয়তো কখনই (এ রকম) খেলনা পান নি।”

এই উদ্যোগের মাধ্যমে ভিক্টোরিয়াতে গত বছর ৩,৭০০ এরও বেশি শিশুকে উপহার প্রদান করা হয়েছে।

Follow SBS Bangla on .

Share
Published 24 December 2019 2:38pm
Updated 12 August 2022 3:23pm
By Evan Young, Rachel Cary, Sonia Lal
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends