যারা এখনও ট্যাক্স রিটার্ন জমা দেন নি তারা যদি নিজে নিজে ট্যাক্স রিটার্ন জমা দিতে চান, তাহলে তাদেরকে ৩১ অক্টোবর ২০১৯ এর মধ্যেই তা করতে হবে, বলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ট্যাক্স অ্যাডভাইজার সৈয়দ আকরাম উল্লা।
আর, ট্যাক্স এজেন্টের মাধ্যমে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে, আগের বছরগুলোর ট্যাক্স রিটার্ন সময়মত জমা দেওয়া হয়ে থাকলে রিটার্নকারীরা কনসেশন টাইম পাবেন। সৈয়দ আকরাম বলেন, কনসেশনাল টাইমটা হচ্ছে ১৫ মে ২০২০ পর্যন্ত।
সৈয়দ আকরাম উল্লার সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।