অস্ট্রেলিয়ার ফেডারাল বাজেট নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ট্যাক্স অ্যাডভাইজার সৈয়দ আকরাম উল্লা।
আয়কর ছাড় সম্পর্কে তিনি বলেন, এ কথা সত্য যে এবার অনেক (আয়কর) ছাড় ঘোষণা করা হয়েছে। কিন্তু, একটা কথা মনে রাখতে হবে, ছাড়গুলো সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হবে না। এর জন্য চার বছরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
“২০২৪-২৫ সাল পর্যন্ত পর্যায়ক্রমে এগুলোর বাস্তবায়ন করা হবে, ট্যাক্সের হারটা একটু কমানো হবে।”
“লোয়ার ইনকাম ও মিডল-লোয়ার ইনকাম আর্নারদের জন্য যেভাবে বেনিফিশিয়াল হবে তার চেয়ে বেশি বেনিফিশিয়াল হবে যারা হাই-ইনকাম আর্নার বা ২০০ হাজারের মতো বা তার উপরে (বছরে) আয় করেন।”
Syed Akram Ullah Source: Supplied
“যারা ৪৮ হাজার থেকে ৯০ হাজার ডলার বছরে উপার্জন করেন তাদের বছরে গড়ে ট্যাক্স-সেভিংস হবে ১৭০০ ডলারের মতো। কিন্তু, যারা ২ লাখ (২০০ হাজার) ডলার ইনকাম করেন তাদের বছরে ট্যাক্স-সেভিংস হবে ৭ হাজার ডলারের উপরে।”
বাজেটের মাধ্যমে সমাজে সমতা আনার চেষ্টা করা হয়, বলেন তিনি।
তার মতে, “উচ্চবিত্তরা বেশি ছাড় পেল, নিম্ন-মধ্যবিত্তরা কম ছাড় পেল। এখানে বিষয়টি বিতর্কিত হয়ে গেল।”
“নিম্নবিত্তরা এই ১৭০০ ডলার ট্যাক্স ছাড় একসঙ্গে পাবে না। এটি চার বছরে ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। কেউ যদি ১০০-২০০ ডলার ছাড় পায়, সে এটা অনুভবই করতে পারবে না।”
সৈয়দ আকরাম উল্লার সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE
আয়কর প্রতারণা থেকে বাঁচুন