প্রত্যেক নিয়োগদাতা বছর শেষে তাদের কর্মীদেরকে একটি সার-সংক্ষেপ দিত যেখানে সারা বছরের উপার্জনের বিবরণ, কর্তিত আয়কর ইত্যাদির উল্লেখ থাকতো। এই বিবরণীটির নাম PAYG Payment Summary। প্রচলিতভাবে এটাকে গ্রুপ সার্টিফিকেট বলা হয়ে থাকে।
ট্যাক্স অফিসের নতুন নিয়ম অনুসারে এ বছর আর আয়করদাতাদের কাছে এই গ্রুপ সার্টিফিকেট পাঠাবে না নিয়োগদাতারা। এটি সরাসরি ট্যাক্স অফিসে পাঠানো হবে।
চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ট্যাক্স অ্যাডভাইজার সৈয়দ আকরাম উল্লা বলেন,
“গ্রুপ সার্টিফিকেট নিয়ে করদাতাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
সৈয়দ আকরাম উল্লার সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।