অস্ট্রেলিয়ার এবারের ফেডারাল নির্বাচন সম্পর্কে সিডনির বাংলাভাষী অস্ট্রেলিয়ান সৈয়দ আকরাম উল্লা বলেন,
বাংলাদেশ ও ভারতের তুলনায় “অস্ট্রেলিয়ায় নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা অনেক বেশি।”
তার মতে, “অস্ট্রেলিয়ায় গণতন্ত্রের খুবই সুন্দর একটা ধারাবাহিকতা আছে।”
নির্বাচনী সহিংসতার বিষয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে পাক-ভারত উপমহাদেশের তুলনা করতে গিয়ে তিনি বলেন,
“নির্বাচনের সহিংসতা আমাদের সাব-কন্টিনেন্টে একটি অপরিহার্য ব্যাপার হয়ে গেছে।”
Syed Akram Ullah. Source: Syed Akram Ullah.
অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে সরকারের তিন বছর মেয়াদ ঠিক আছে, বলেন তিনি। তার মতে, পাঁচ বছর সময় অনেক লম্বা সময়।
এবারের নির্বাচনে লেবার দলের ব্যর্থতার কারণ হিসেবে তিনি মনে করেন, লেবার দল জনগণ ও মিডিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, “অনেকের মতে ট্যাক্স পলিসিই নির্বাচনে তাদের ভরাডুবির মূল কারণ।”
সৈয়দ আকরাম উল্লার সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।