অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী স্কট মরিসনের লিবারেল-ন্যাশনাল জোট জয়লাভ করে তৃতীয় বারের মত ক্ষমতায় যাচ্ছে। অথচ নির্বাচনের আগে প্রবলভাবে ধারনা করা হয়েছিল লেবার পার্টি ক্ষমতায় আসছে। এই নির্বাচন নিয়ে চলছে নানা বিশ্লেষণ। প্রবাসী বাংলাদেশি যারা ভোট দিয়েছেন তারা এসবিএসকে জানাচ্ছেন নির্বাচনী ফলাফল নিয়ে তাদের অভিমত। সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশানের প্রেসিডেন্ট জনাব মাহবুব সিরাজ তুহিনের সাক্ষাতকারটি বাংলায় শুনতে ওপরের লিঙ্কে ক্লিক করুন।
মাহবুব সিরাজ তুহিন মনে করেন, নির্বাচনী প্রচারণার শেষের দিকে লিবারেলরা যে ট্যাক্স কাটের ঘোষণা দিয়েছিল সেটাই নির্বাচনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।