পার্থের বাংলাভাষী অস্ট্রেলিয়ান বিশ্বজিৎ মুন্সী মনে করেন, এবারের ফেডারাল নির্বাচন খুবই সুষ্ঠু হয়েছে।
তিনি বলেন, “অনেকেই আশ্চর্য হবে যে, লেবার দল জিততে পারে নি।”
ভারতের লোকসভা নির্বাচনের সঙ্গে তুলনা করে অস্ট্রেলিয়ার নির্বাচন নিয়ে তিনি বলেন, “ভারত বর্ষে তো নির্বাচন একটা বিরাট ব্যাপার। ... সেখানকার মতো এখানে নির্বাচনে গণ্ডগোল হয় না।”
তার মতে, ইমিগ্রেশনের ইস্যুটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। আর, নতুন সরকারের জন্য “সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কর্ম-সংস্থানের চেষ্টা করা”, বলেন তিনি।
এসবিএস বাংলার সঙ্গে বিশ্বজিৎ মুন্সীর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।