অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ও চট্টগ্রামের ঐতিহ্য ধরে রাখা এবং মানুষকে আর্থিক সহায়তা করার অঙ্গীকার নিয়ে ২০১৮ সালে গঠিত হয় চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘মেজবান’-এর মাধ্যমে তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান। ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর তারা গত বছর মেজবানের আয়োজন করেন। এ বছরের মেজবান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ জুন শনিবার সিডনির মিন্টোতে। যে-কেউ এতে যোগদান করতে পারবেন, বিনামূল্যে। আয়োজনের সুবিধার্থে আগাম নিবন্ধন করার শর্ত রাখা হয়েছে।
ক্লাবটির জেনারেল সেক্রেটারি সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ এসবিএস বাংলাকে বলেন,
“মেজবানে অনেক লোক সমাগম হয়। তবে এটাই মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো সমাজকে সহায়তা করা।”
বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ক্লাবটির পক্ষ থেকে এ পর্যন্ত ১৩ হাজার ডলার অনুদান দেওয়া হয়েছে, বলেন তিনি।
রক্তদান কর্মসূচিসহ নানা রকম সমাজ-সেবামূলক কর্মকাণ্ডে তারা অংশ নিয়ে থাকেন। সৈয়দ জিয়াউদ্দিন বলেন, শুধু অস্ট্রেলিয়াতেই নয়, বাংলাদেশেও তারা তাদের কার্যক্রম পরিচালনা করবেন।
অর্থায়ন কীভাবে হয় জানতে চাইলে তিনি বলেন, ক্লাবের সদস্যরা ছাড়াও অন্যান্য ব্যক্তিরা সহযোগিতা করেন।
সৈয়দ জিয়াউদ্দিন আহমেদের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE
ডাবোতে বাংলাদেশীদের ঈদ পুনর্মিলনী