ডাবোতে বাংলাদেশীদের ঈদ পুনর্মিলনী

নিউ সাউথ ওয়েলসের ডাবোতে ঈদ পুনর্মিলনীর আয়োজন করলো বাংলাদেশী কমিউনিটি।

Dubbo Eid Re-union

গত ৯ জুন, রবিবার ডাবোর ওয়েজলি হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি। Source: Dr Chowdhury Beg

একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করে অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়। উইক ডে-তে ঈদ হওয়ায় অনেকের পক্ষে সেভাবে ঈদ উপভোগ করা সম্ভব হয় নি যেমনটি তারা তাদের হোম কান্ট্রিতে করতেন।
Eid reunion Dubbo
Source: Dr Chowdhury Beg
গত ৯ জুন রবিবার ডাবোর ওয়েজলি হলে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই মনোরম অনুষ্ঠানে যোগ দেন সেখানকার বাঙালিরা। আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও যোগদেন আরও অনেকেই। মেতে ওঠেন তারা আড্ডা, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। ছোট-বড় সবার অংশ গ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এই পুনর্মিলনী অনুষ্ঠান।

ডাবোর বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্নভাবে সহায়তা করেছেন মুসাররাত খান, ডাক্তার চৌধুরী বেগ পাপন, শিবলি চৌধুরী, ডাক্তার রাসেল আহমেদ, রাজিব হাসান, এমদাদুল হক, সোহাগ, সাব্বির সাবিসহ অনেকেই।
Eid Reunion Dubbo
Source: Dr Chowdhury Beg
Follow SBS Bangla on .


Share
Published 14 June 2019 2:38pm
Updated 14 June 2019 3:43pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends