নর্দান টেরিটোরিতে ইতোপূর্বে এ রকম বন্দুক হামলার ঘটনা কখনও ঘটে নি। গত মঙ্গলবার বিকালে সেখানকার ম্যাকসিন স্ট্রিটের পামস মোটেলে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে চার জন নিহত হয়।
এই বন্দুক হামলায় অভিযুক্ত বেঞ্জামিন গ্লেন হফম্যানকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ডারউইন আদালতে তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
গতকাল বৃহস্পতিবার নর্দার্ন টেরিটোরি পুলিশ হফম্যানের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনে। ৪৫ বছর বয়সী হফম্যান স্থানীয় একটি প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সন্তান।
সর্বাঙ্গে উল্কি আঁকা, লাল টি-শার্ট এবং সাদা ফুটবল-শর্টস পরিহিত হফম্যান রয়েছে ডারউইন কারাগারে। তাকে আদালতে তোলা হয় ভিডিও লিঙ্কের মাধ্যমে।
তাকে বিমর্ষ ও রোগা দেখাচ্ছিল। তার চেহারায় অগণিত কাঁটা-ছেঁড়ার চিহ্ন ছিল।
নর্দার্ন টেরিটোরির ডেপুটি চিফ জাজ এলিজাবেথ মরিস এবং হফম্যানের আইনজীবি পিটার ম্যালেই যখন কথা বলছিল যে, হফম্যানকে সুরক্ষিত কারাগারে রাখা প্রয়োজন, কারণ সে খুবই ঝুঁকিপূর্ণ একজন কারাবন্দী, তখন সে তাদেরকে বাধা দিয়ে বলে,
“আমার সাহায্যের প্রয়োজন। আমি সাহায্য চেয়েছি।”
“যা ঘটেছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। যতো তাড়াতাড়ি সম্ভব আমি পিটার ম্যালেইয়ের সঙ্গে কথা বলতে চাই।”
মিস্টার ম্যালেই হফম্যানকে বলেন, শুক্রবারে আরেকবার তিনি হফম্যানের সঙ্গে কথা বলতে পারবেন না। তবে, তার সঙ্গে তিনি অচিরেই কথা বলবেন এবং তিনি তাকে বেশি কিছু বলতে নিষেধ করেন, কারণ, আদালতে বহু লোক শুনছে।
হফম্যানকে আবারও আদালতে হাজির করা হবে আগামী সেপ্টেম্বর মাসে।তার বিরুদ্ধে নর্দার্ন টেরিটোরি পুলিশ চারটি হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছে, দু’টি ভয়ানক ক্ষতিসাধনের অভিযোগ তুলেছে এবং একটি অপরাধমূলক ক্ষতিসাধনের অভিযোগ তুলেছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ উত্থাপন করা হবে।
Members of the Territory Response Group arrest a suspected gunman in Darwin. Source: ABC Australia
গত মঙ্গলবার আধা ঘণ্টার মধ্যে চারটি হত্যাকাণ্ড সংঘটিত হয়।
বিকাল ৫.৩৯ এ পামস মোটেলে ৩৩ বছর বয়সী ট্যাক্সি-চালক হাসান বেইডোনকে গুলি করে হত্যা করা হয়।
পামস মোটেলে ২৩ বছর বয়সী এক নারী দু’পায়ে গুলিবিদ্ধ হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বন্দুকধারী তখন ৭৫ বছর বয়সী নাইজেল হিলিংসকে হত্যা করার জন্য সেখান থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত গার্ডেন্স হিল ক্রিসেন্টে যায়।
আর, কয়েকশ’ মিটার দূরে অবস্থিত বাফ ক্লাব কার পার্কে ৫৭ বছর বয়সী মাইকেল সিসোয়েসকে হত্যা করে বন্দুকধারী।
এরপর সে দুই কিলোমিটার গাড়ি চালিয়ে উলনারে যায়। সেখানে ডারউইন ক্যাসিনোর নিরাপত্তা-রক্ষী, ৫২ বছর বয়সী রোব কোর্টনি নিজের জীবন বাঁচাতে তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং অবশেষে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।