বাড়িওয়ালাকে হত্যা চেষ্টার দায়ে দণ্ডিত বাংলাদেশী ছাত্রীর জঙ্গিবাদী আচরণে কমিউনিটিতে উদ্বেগ

Momena Shoma  attacked her homestay host in a terror attack in Melbourne.

বাড়িওয়ালাকে ছুরিকাহত করার অভিযোগে মোমেনা সোমার ৪২ বছরের জেল হয়। Source: AAP

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশের মুসলিম সম্প্রদায় বাংলাদেশী ছাত্রী মোমেনা সোমার ইসলামের নামে নিরীহ ব্যক্তিকে হত্যাচেষ্টায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে। ছাব্বিশ বছর বয়স্ক লা ট্রব বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মোমেনা গত ৯ ফেব্রুয়ারি, ২০১৮ সালে ইসলামি স্টেটের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তার বাড়িওয়ালা রজার সিঙ্গারাভেলুকে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করে। এতে তার ৪২ বছরের জেল হয়। অস্ট্রেলিয়ার বাংলাদেশি মুসলিম কমিউনিটি এই ঘটনাকে কিভাবে বিবেচনা করছেন? এ বিষয়ে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এসবিএসকে জানাচ্ছেন তাদের মতামত। বাংলায় অডিওটি শুনতে উপরের লিঙ্কে ক্লিক করুন।


 

সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ সারদ খন্দকার মনে করেন, এই তরুণী সম্ভবত উগ্র ধর্মীয় মৌলবাদীদের দ্বারা 'ব্রেইনওয়াশড'।  তিনি বাংলাদেশীদের যে কোন ধরনের উগ্রবাদী ধ্যান ধারনা পরিহারের আহবান জানান।
Terrorism charges
Dr Sarod Khandaker Source: Supplied
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো মোল্লা হক বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে একজন বিদেশী ছাত্রী হিসেবে এসে একজন অতিথি পরায়ন বৃদ্ধ অস্ট্রেলিয় নাগরিককে ছুরিকাঘাত করার ঘটনার আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমি ব্যাক্তিগতভাবে মনে করি এই মেয়ের জঙ্গিদের দ্বারা মস্তিস্ক বিকৃতি ঘটেছে ও সে মানসিকভাবে অসুস্থ। একজন বাংলাদেশী মুসলমান হিসেবে তার এই আচরন আমাকে ব্যাথিত ও দুঃখিত করেছে।

 



terrorism charges
Molla Huq Source: Supplied
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বাংলাদেশী এই ঘটনায় ভীষণ হতাশা ব্যক্ত করেছেন। একজন সংস্কৃতি কর্মী বলেন, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক, অস্ট্রেলিয়ার উদার মাল্টিকালচারাল সমাজের ওপর আঘাত।
 
একজন শিক্ষার্থী বলেন, আমরা উদ্বিগ্ন যে ভবিষ্যতে যারা পড়তে আসবেন তাদের ওপর এই ঘটনার প্রভাব পড়বে কিনা। 





Follow SBS Bangla on .



Share