তারান্নুম আফরিনের কাছে মেলবোর্নের ঈদের আমেজ এখন চোখে পড়ার মত। বাংলাদেশেকে মনে করে ঈদে মায়ের হাতের প্রিয় খাবার ডিমের হালুয়া আর চটপটি তৈরি করবেন তারান্নুম।আহমেদ রানার সন্তানেরা ঈদের পোশাক পেয়ে আনন্দিত। তার মতে বাংলাদেশের ঈদে সবার বাসায় যখন তখন যাওয়া যায়, কিন্তু এখানে আগে থেকে জানিয়ে যেতে হয়।ঈদের মেন্যুতে ফারহানা ফৌজিয়ার পছন্দ বাংলাদেশী খাবার আর মিষ্টি। পরিবারের পুরুষ সদস্যরা নামায শেষে ঘরে এলে, বন্ধুরা বেড়াতে এলে আড্ডা গল্পে ঈদ ভাল কাটে ফারাহানার।ঈদের উৎসবে তানিয়া মাজহার সেতু ট্র্যাডিশন ধরে রাখার চেষ্টা করেন। তানিয়া মনে করেন, মেলবোর্নে তাদের কমিউনিটির আকার এখন অনেক বড়, তাই ঈদের ব্যস্ততায় মনেই হয় না যে তারা বিদেশে আছেন।
ডঃ তারান্নুম আফরিন Source: সুবীর কুমার দাশ
সস্ত্রীক আহমেদ রানা Source: সংগৃহীত
সপরিবারে ফারহানা ফৌজিয়া Source: সংগৃহীত
সপরিবারে তানিয়া মাজহার সেতু Source: সংগৃহীত