তাইওয়ানের সংসদে গত শুক্রবার সম-লিঙ্গ বিয়ের বৈধতার বিলটি ৬৬-২৭ ভোটে পাশ হয়। সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি এটি সমর্থন করে।
তবে, এর কুপ্রভাব পড়তে পারে আগামী বছরের রাষ্ট্রপতি নির্বাচনে। প্রেসিডেন্ট সাই-ইং-ওয়েনের দ্বিতীয় দফা নির্বাচিত হওয়াটা ঝুঁকির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
এই বিলটি পাশ হওয়ায় তাইওয়ানের রাজধানী তাইপে-তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সংসদের বাইরে তুমুল বর্ষণের মাঝেও এর সমর্থনকারীরা উল্লাস প্রকাশ করেছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট এখন স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে। এর মাধ্যমে সম-লিঙ্গের দম্পতিরা সাধারণ দম্পতিদের মতোই আইনী সুরক্ষা লাভ করবে।ভোট অনুষ্ঠিত হওয়ার আগে টুইটারে প্রেসিডেন্ট সাই লিখেন,
Supporters campaigned outside parliament in the rain. Source: AAP
“আজকে আমাদের সুযোগ হয়েছে ইতিহাস গড়ার এবং বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে পূর্ব এশিয়ার সমাজগুলোতেও প্রগতিশীল মূল্যবোধ বিকশিত হতে পারে।”
২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণার সময়ে তিনি বিয়ের সমতাবিধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তাৎক্ষণিকভাবে এটা বোঝা যাচ্ছে না যে, সমলিঙ্গ দম্পতিরা পোষ্য সন্তান গ্রহণ করতে পারবেন কিনা কিংবা ভিন্ন জাতির কারও সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন কিনা।
লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার কমিউনিটির সদস্যরা তাইপেতে প্রতিবছর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে থাকে।