অস্ট্রেলিয়ায় “বাংলা প্রসার কমিটি”-এর প্রেসিডেন্ট ড. রফিক বলেন,
“অবশ্যই সিডনি এবং পুরো অস্ট্রেলিয়াতে আমরা দেখছি যে, বাংলা সংস্কৃতি বা বাংলা মেলার একটা গণ-জাগরণ হয়েছে। এটা আশার কথা।”
“তবে, বাংলা ভাষার প্রসার যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হচ্ছে না।”
Dr Rafiq Source: Supplied
আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা ‘বাংলা’ পৌঁছে দিতে পারছি না, বলেন তিনি।
তার মতে, বাংলা সংস্কৃতি রয়েছে তাদের মধ্যেই, যারা সরাসরি বাংলাদেশ থেকে এখানে এসেছেন।
ড. রফিকের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।