বাংলাদেশের মেকানিকাল ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ আজাদ মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস প্রকল্পে পাইপলাইন কন্সট্রাকশনের কাজ করেছেন। নয় বছর সেখানে কাজ করার পর স্কিলড মাইগ্রান্ট হিসেবে ২০১৭ সালে তিনি সপরিবারে অস্ট্রেলিয়ায় চলে আসেন।
নিজের পড়াশোনা ও কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী ও আশাবাদী ছিলেন। কিন্তু প্রায় দেড় বছর চেষ্টা করেও নিজ পেশায় কাজ খুঁজে পান নি।
পর পর তিনটি ভাল চাকুরির সুযোগ তার নষ্ট হয় মূলত সাক্ষাৎকারে ভাল করতে না পারায়।তিনি বলেন,
Khaled Mahmud Azad. Source: Supplied
“অস্ট্রেলিয়ায় ইন্টারভিউগুলো একটু অন্য ধরনের হয়। অস্ট্রেলিয়ায় এইচ আর প্রাধান্য পায়। মিডলইস্টে যেটা হয় না। মিডলইস্টে আপনি আপনার টেকনিক্যাল বসকে স্যাটিসফাই করতে পারলে আপনার জব হয়ে যাবে।”
এরপর তিনি টেফ এনএসডব্লিউ-তে যান এবং সেখানে দু’টি কোর্স করেন। তিনি টেফের অনলাইনে কোর্স করতে পারতেন। কিন্তু সরাসরি যাওয়াতে যেটা সুবিধা হয় যে, তিনি সেখানকার শিক্ষকদের সঙ্গে কথা বলার সুযোগ পান। তারা তাকে যে পরামর্শ দিয়েছে সেটা তার জন্য খুব লাভজনক হয়েছে, বলেন তিনি।
টেফের কোর্সের পর তিনি চাকুরির সাক্ষাৎকারে সফল হন এবং নিজের পছন্দমতো কাজ করার সুযোগ পান।
এসবিএস বাংলার সঙ্গে খালেদ মাহমুদ আজাদের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।