বাংলাদেশে ফিরে গিয়ে আরও ভাল সেবা দিতে চান ড. সাজ্জাদ

Dr Quazi Sazzad Iftekhar

Pediatric ophthalmologist Dr Quazi Sazzad Iftekhar. Source: Supplied

চিকিৎসা-শাস্ত্রে উচ্চতর প্রশিক্ষণের জন্য বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় এসেছেন ড. কাজি সাজ্জাদ ইফতেখার। দেশে ফেরত গিয়ে তিনি তার অর্জিত জ্ঞান আরও ভালভাবে কাজে লাগাতে চান।


পেডিয়াট্রিক অফথ্যালোমোলজিস্ট ড. কাজি সাজ্জাদ ইফতেখার তিন মাসের ফেলোশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছেন।

সিডনির ওয়েস্টমিডে শিশু হাসপাতালে তিনি প্রশিক্ষণ নিচ্ছেন। শিশুদের নিয়ে কাজ করতে তিনি পছন্দ করেন।

এসবিএস বাংলাকে তিনি বলেন,

“অনেক ক্ষেত্রে বয়স্কদের চেয়ে শিশুরা অনেক বেশি কো-অপারেটিভ।”

অস্ট্রেলিয়ায় ডাক্তারদের অভিবাসন সম্পর্কে তিনি বলেন,

“অস্ট্রেলিয়ায় ডাক্তারদের ভবিষ্যত খুব উজ্জ্বল।”

বাংলাদেশের চিকিৎসা-ব্যবস্থার মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন,

“বাংলাদেশে চিকিৎসার ক্ষেত্রে সরঞ্জামের অভাব রয়েছে। কিন্তু, আমরা খুব একটা পিছিয়ে নেই।”

প্রশিক্ষণ শেষ হলে দেশে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দেশে গিয়ে তার এই অর্জিত জ্ঞান কীভাবে কাজে লাগাবেন সে কথা জানতে চাইলে তিনি বলেন,

“আমি আশা করি, আমি এখানে যে জ্ঞান অর্জন করলাম, দেশে গিয়ে আমি তার ভাল ‘আউটকাম’ দিতে পারবো।”

ড. কাজি সাজ্জাদ ইফতেখারের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .




Share