‘টেক স্যাভি সিনিয়রস’ প্রোগ্রামটি তৈরি করেছে টেলস্ট্রা এবং ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি সার্ভিস। বয়স্ক ব্যক্তিদের জন্য এটি বিনামূল্যে পরিচালিত হয়ে থাকে।
এই প্রোগ্রামটি অন্যান্য ভাষাতে আগে থেকেই শুরু হয়েছে। এই প্রথম বাংলাতে শুরু হচ্ছে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ব্লাকটাউন লাইব্রেরিতে এটি শুরু হচ্ছে।
বাংলাভাষী বয়স্ক ব্যক্তিদের প্রশিক্ষক সামিরা হাবিব বলেন,
“একেবারে গোড়া থেকে কম্পিউটারের ব্যবহার শেখানো হবে এতে। অনলাইন ইনফরমেশন কীভাবে সংগ্রহ করতে হয় সেসব এখানে শেখানো হবে।”প্রশিক্ষক সামিরা হাবিবের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Some senior citizens in the Greenacre Library, NSW. Source: Supplied