“ইন্ডাস্ট্রি-বেসড টেক্সটাইল অস্ট্রেলিয়াতে আসলে নেই”: ড. তারান্নুম আফরিন

Dr. Tarannum Afrin

Dr Tarannum Afrin Source: Supplied

অস্ট্রেলিয়ার নামকরা টেক্সটাইল প্রতিষ্ঠান চার্লস পার্সনসে উচ্চপদে কাজ করছেন ড. তারান্নুম আফরিন। তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুটেক্সের একজন কৃতি ছাত্রী। অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন অত্যন্ত কৃতিত্বের সাথে এবং এর স্বীকৃতি স্বরূপ পেয়েছেন সেরা গবেষণা পুরস্কার 'আলফ্রেড ডিকিন মেডেল '। এসবিএস বাংলার শ্রোতাদের উদ্দেশে বর্ণনা করেছেন তার বস্ত্র প্রকৌশলী হয়ে উঠার অভিজ্ঞতার কথা।


ড. তারান্নুম আফরিনের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .



































Share