গীতি-নাট্যটি ইংরেজি ভাষায় হলেও এতে রয়েছে বাংলা এবং হিন্দী ভাষায় কয়েকটি গান। আর এতে অভিনয়ে অংশ নিয়েছেন বাংলাদেশী, পাকিস্তানি, ভারতীয়, ইরানি এবং অস্ট্রেলিয়ান শিল্পীগণ।প্রযোজক অরবিন্দ বসওয়ান এবং সহযোগী প্রযোজক রবি বসওয়ানের সাক্ষাৎকার শুনুন ইংরেজিতে, ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারটিতে।
Source: Supplied