সিডনি এবং মেলবোর্নের মতো অস্ট্রেলিয়ার বড় বড় শহরগুলো থেকে অভিবাসীদের চাপ কমানোর জন্য অস্ট্রেলিয়া সরকার নতুন একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার রিজিওনাল এলাকাগুলোতে বসবাসের জন্য অভিবাসীদেরকে আকৃষ্ট করা হচ্ছে।
এই স্কিমটির নাম Designated Area Migration Agreements (DAMA)। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার দুটি রিজিওনে এটি ঘোষণা করা হয়েছে। এগুলো হচ্ছে: ভিক্টোরিয়ার ওয়ারনামবোল রিজিওন এবং নর্দান টেরিটোরি। এই অঞ্চলগুলোতে কর্মী-সঙ্কট রয়েছে।
নিউ সাউথ ওয়েলসের ওরানা অঞ্চলে এবার “ডেজিগনেটেড এরিয়া মাইগ্রেশন এগ্রিমেন্টস” (ডামা) চালু হতে যাচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি ডাবোতে বসবাসকারী বাংলাভাষী কমিউনিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন রিজিওনাল ডেভেলপমেন্ট অস্ট্রেলিয়া ওরানা ()-এর ডিরেক্টর মেগান ডিক্সনের সঙ্গে। এদের মধ্যে ছিলেন শিবলি চৌধুরী, রেদওয়ান কাইয়ুম, ড. জসিম উদ্দিন এবং মাসুম বিল্লাহ। ডাবোতে বসবাসকারী অভিবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে তারা আলোচনা করেন। এছাড়া, ওরানা অঞ্চলে ‘ডামা’ চালু করার সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে আরডিএ ওরানার ডিরেক্টর মেগান ডিক্সন তাদেরকে বলেন, ইতোমধ্যে সরকারের কাছে এর জন্য আবেদন করা হয়েছে।
এসবিএস বাংলা-কে শিবলি চৌধুরী বলেছেন, ডামা পাশ হলে বাংলাভাষীরা সহজেই এই অঞ্চলে অভিবাসন করতে পারবেন। যাদের ইংরেজি ভাষায় দুর্বলতা রয়েছে তারাও এক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।
ডাবো এলাকার বাংলাভাষী কমিউনিটি অভিবাসীদেরকে সহায়তা করতে প্রস্তুত বলে জানান শিবলি চৌধুরী।
এসবিএস বাংলার সঙ্গে শিবলি চৌধুরীর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।