বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভারত ও বাংলাদেশের পাল্টা-পাল্টি প্রতিক্রিয়া

APTOPIX Bangladesh Hindu Leader

Bangladeshi Hindu leader Krishna Das Prabhu shows a victory sign as he is taken in a police van after court ordered him detained pending further proceedings in Chattogram in southeastern Bangladesh, Tuesday, Nov. 26, 2024. (AP photo) Source: AP / AP

বাংলাদেশে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র তথা ইসকনের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এর পালটা বিবৃতিতে বাংলাদেশ বলেছে, গভীর দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে ভারত সরকার যে বিবৃতি দিয়েছে সেটা ভিত্তিহীন। এবং দুই পড়শি দেশের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের পরিপন্থী। বাংলাদেশের দাবি, ওই হিন্দু সন্ন্যাসীকে নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।


আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ভারত-বাংলাদেশ বিদেশমন্ত্রকের সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে যোগ দেবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সেই বৈঠকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু এবং সনাতনী ধর্মালম্বীদের ওপর আক্রমণ এবং নির্যাতনের বিষয়টি উঠতে পারে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে ‍উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share