কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের মেয়র লিসা লেক বলেন, এবারের দিওয়ালীতে অনেকগুলো কমিউনিটি সংগঠন অংশ নিয়েছে।
কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবারই প্রথম দিওয়ালীর আয়োজন করে নি। এটা আসলে তাদের তৃতীয় আয়োজন, বলেন মেয়র লিসা লেক।
বাংলাদেশী অস্ট্রেলিয়ান ডেপুটি মেয়র সুমন সাহা বলেন, প্রথমে ২০১৮ তারপর ২০১৯ সালে কাউন্সিল স্ট্রিট দিওয়ালীর আয়োজন করেছিল। ২০২০ ও ২০২১ সালে কোভিডের কারণে ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয় নি, বলেন তিনি।
কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের রিজেন্টস পার্ক ওয়ার্ডের কাউন্সিলর সাবরিন ফারুকি বলেন, “একটি অনুষ্ঠান উদযাপন করার মানে এটা নয় যে, আমরা সেই ধর্মটি অবলম্বন করছি।” Credit: Sabrin Farooqui
ডেপুটি মেয়র সুমন সাহা বলেন, কাম্বারল্যান্ড অনেক বৈচিত্রপূর্ণ এবং বহুসাংস্কৃতিক কমিউনিটি। সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চেষ্টা করে থাকেন বলে জানান তিনি।
কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের রিজেন্টস পার্ক ওয়ার্ডের কাউন্সিলর সাবরিন ফারুকি বলেন, বাংলাদেশেও তারা বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
কোভিডের পরে আবারও এ রকম অনুষ্ঠানে যোগ দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ড. সাবরিন ফারুকি।
ইসলাম ধর্মাবলম্বী কাউন্সিলর সাবরিন ফারুকি আরও বলেন, তিনি খুবই ধার্মিক পরিবারের সন্তান। তবে, এর পাশাপাশি তারা বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোও উপভোগ করে থাকেন।
তার মতে, “একটি অনুষ্ঠান উদযাপন করার মানে এটা নয় যে, আমরা সেই ধর্মটি অবলম্বন করছি।”
“আমরা সবাই মিলে যে একত্রে আছি, সেটাই আসল বার্তা যা আমরা সমাজকে দিতে চাচ্ছি।”
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: