সিডনির মার্সডেন পার্কে অনুষ্ঠিত হলো দিওয়ালী

Diwali Marsden park 1.jpeg

ওয়েস্টার্ন সিডনির মার্সডেন পার্কের দিওয়ালী উৎসবে নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে শত শত মানুষ। Source: SBS / Mohinder Pal Singh

রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ওয়েস্টার্ন সিডনির মার্সডেন পার্কে অনুষ্ঠিত হয়ে গেল দিওয়ালী। আয়োজনে ছিল কাউন্সিল অফ ইনডিয়ান অস্ট্রেলিয়ানস ইনক।


দিওয়ালি, দীপাবলী, বান্দি ছোড় দিবস এবং তিহার, এগুলো সবই একটি উৎসবের ভিন্ন ভিন্ন নাম। বিশ্ব জুড়ে কোটি কোটি লোক পালন করে এই আলোর উৎসব।

এ বছরের দিওয়ালির তারিখ ২৪ অক্টোবর। সাধারণত, পাঁচ দিন ধরে চলে এই উৎসব। অস্ট্রেলিয়ায় বিভিন্ন স্থানে, এ মাস জুড়ে সুবিধাজনক দিনে, পালিত হচ্ছে দিওয়ালি। প্রায় দশ লক্ষেরও বেশি হিন্দু, জৈন, বৌদ্ধ এবং শিখ ধর্মাবলম্বীরা এতে অংশ নিচ্ছেন।

এরই ধারাবাহিকতায়, রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ওয়েস্টার্ন সিডনির মার্সডেন পার্কে অনুষ্ঠিত হয়ে গেল দিওয়ালী। আয়োজনে ছিল কাউন্সিল অফ ইনডিয়ান অস্ট্রেলিয়ানস ইনক।
Diwali Marsden Park 2.jpeg
দিওয়ালি, দীপাবলী, বান্দি ছোড় দিবস এবং তিহার, এগুলো সবই একটি উৎসবের ভিন্ন ভিন্ন নাম। বিশ্ব জুড়ে কোটি কোটি লোক পালন করে এই আলোর উৎসব। Source: SBS / Mohinder Pal Singh
নতুন আবাসিক এলাকা ইলারায় এই অনুষ্ঠানে যোগ দেন নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা মিস্টার ক্রিস মিনস এমপি, মিস্টার অ্যালেক্স হাক এমপি, মিজ জুলিয়া ফিন এমপি এবং হিলস শায়ার, প্যারাম্যাটা এবং ব্লাকটাউন সিটি কাউন্সিলের কয়েকজন মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলর-সহ নেতৃবৃন্দ।

এসবিএস এতে গোল্ড স্পন্সর হিসেবে অংশ নেয়।

দুপুরের দিকে শুরু হওয়া এই উৎসব চলে রাত নয়টা পর্যন্ত। নাচ, গান ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে শত শত মানুষ। ছিল নানা রকম পণ্যের স্টল ও বিভিন্ন মুখরোচক খাবারের স্টল।
Diwali Marsden Park Ariful 1.jpeg
স্থানীয় বাসিন্দা আরিফুল হক দিওয়ালীতে এসেছিলেন স্ত্রী-পুত্র-সহ। মুসলমান হয়েও কেন তিনি দিওয়ালীতে এসেছেন জানতে চাইলে তিনি বলেন, তিনি এটিকে একটি কমিউনিটি প্রোগ্রাম বলেই মনে করেন। দিওয়ালীর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভারতীয় বিভিন্ন মুখরোচক খাবারের আকর্ষণে তিনি এসেছেন বলেন। Credit: Sikder Taher Ahmad
স্থানীয় বাসিন্দা আরিফুল হক দিওয়ালীতে এসেছিলেন স্ত্রী-পুত্র-সহ। মুসলমান হয়েও কেন তিনি দিওয়ালীতে এসেছেন জানতে চাইলে তিনি বলেন, তিনি এটিকে একটি কমিউনিটি প্রোগ্রাম বলেই মনে করেন। দিওয়ালীর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভারতীয় বিভিন্ন মুখরোচক খাবারের আকর্ষণে তিনি এসেছেন বলেন।

দিওয়ালী উৎসবে এর আগে কখনও এসেছেন কিনা জানতে চাইলে আরিফুল হক বলেন, ঠিক দিওয়ালী নয়, তবে এ রকম অন্য অনুষ্ঠানে তিনি আগেও গিয়েছেন।

বাংলাদেশে দিপাবলীতে কখনও গিয়েছেন কিনা জানতে চাইলে আরিফুল হক বলেন, সেখানে এত বড় ধরনের আয়োজন হয় না, তাই সুযোগ হয় নি।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share